Ajker Patrika

কনটেইনার চাপায় সহকারী নির্বাচন অফিসারের মৃত্যুর ঘটনায় মামলা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৯: ০৩
কনটেইনার চাপায় সহকারী নির্বাচন অফিসারের মৃত্যুর ঘটনায় মামলা

রাজধানীর বিমানবন্দরে কনটেইনারের চাপায় সহকারী নির্বাচন অফিসার মো. আল মামুনের (৪৬) মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত খান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনে বুধবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে দক্ষিণখানের নির্বাচন অফিস থেকে মোটরসাইকেলে করে বাসায় যাওয়ার পথে কনটেইনার চাপায় গুরুতর আহত হন মামুন। পরে তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে মারা যান। 

নিহত মামুন দক্ষিণখানের থানা নির্বাচন অফিসের কার্যালয়ের সহকারী নির্বাচন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার আকাশী গ্রামের সামসুল হক সরকারের ছেলে। 

বিমানবন্দর থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, সড়ক দুর্ঘটনায় সহকারী নির্বাচন অফিসারের মৃত্যুর ঘটনায় বিমানবন্দর থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে। কিন্তু গাড়ির চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত