Ajker Patrika

করোনায় প্রাণ হারালেন ঢাবি অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগম

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭: ২১
করোনায় প্রাণ হারালেন ঢাবি অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

সংস্কৃত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নামিতা মণ্ডল জানান, গত ১০ ডিসেম্বর হাঁপানিজনিত কারণে ম্যামকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর করোনা ধরা পড়ে। পরে তাঁর পরিবারের অনেকে করোনায় আক্রান্ত হন। কিন্তু ম্যাম আর সুস্থ হতে পারেননি! আক্রান্ত অবস্থায় হাসপাতালে থাকাকালীন গতকাল সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

রোববার জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। রাজধানীর বনানীতে তাঁকে দাফন করা হবে। 

ঢাবি অধ্যাপকের মৃত্যুতে শোক জানিয়ে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগম ছিলেন অত্যন্ত বিনয়ী, সজ্জন ও মানবিক মূল্যবোধসম্পন্ন একজন শিক্ষক ও গবেষক। সংস্কৃত বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। সংস্কৃত শিক্ষার প্রসার ও গবেষণায় গুণী এই অধ্যাপক অসামান্য অবদান রেখে গেছেন। 

উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত