শরীয়তপুর প্রতিনিধি
দুই বছর ধরে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে থাকার পর অবশেষে দুই ভারতীয় নাগরিকের লাশের সৎকার করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করে কারাগার কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছরের অধিক সময় ধরে লাশ দুটি মর্গে সংরক্ষণে সরকারের প্রায় ২৪ লাখ টাকা খরচ হয়েছে। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন।
ওই দুই ভারতীয় নাগরিক হলেন সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং। তাঁদের মধ্যে সত্যেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে। আর বাবুল সিংয়ের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায়নি।
শরীয়তপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. একরামুল হক বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ২০২২ সালের ১৮ মে বাবুল সিং এবং ওই বছরের ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা এলাকা থেকে আটক করে পুলিশ। এরপর শরীয়তপুর কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার এবং ১৫ এপ্রিল বাবুল সিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পর থেকে মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়। বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকের পর তাঁদের সিদ্ধান্তক্রমে কারা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী মরদেহ দুটির সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সৎকারের সময় শরীয়তপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কারা কর্তৃপক্ষ, প্রশাসনিক পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
দুই বছর ধরে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে থাকার পর অবশেষে দুই ভারতীয় নাগরিকের লাশের সৎকার করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করে কারাগার কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছরের অধিক সময় ধরে লাশ দুটি মর্গে সংরক্ষণে সরকারের প্রায় ২৪ লাখ টাকা খরচ হয়েছে। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন।
ওই দুই ভারতীয় নাগরিক হলেন সত্যেন্দ্র কুমার ও বাবুল সিং। তাঁদের মধ্যে সত্যেন্দ্র কুমার হরিয়ানা রাজ্যের সাতুরা সুলতানপুর জেলার চেয়াপুর থানার চন্দ্রপালের ছেলে। আর বাবুল সিংয়ের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায়নি।
শরীয়তপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. একরামুল হক বলেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ২০২২ সালের ১৮ মে বাবুল সিং এবং ওই বছরের ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা এলাকা থেকে আটক করে পুলিশ। এরপর শরীয়তপুর কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার এবং ১৫ এপ্রিল বাবুল সিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পর থেকে মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়। বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকের পর তাঁদের সিদ্ধান্তক্রমে কারা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী মরদেহ দুটির সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সৎকারের সময় শরীয়তপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কারা কর্তৃপক্ষ, প্রশাসনিক পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৩০ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে