Ajker Patrika

জাতীয় সবজি মেলা শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সবজি মেলা শুরু সোমবার

আগামী ২৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে তিন দিনের জাতীয় সবজি মেলা শুরু হবে। দেশে উৎপাদিত সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তি এই মেলায় প্রদর্শন করা হবে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

কৃষি মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবজি মেলায় ১২টি সরকারি ও ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার একটি কর্নার থেকে সবজি বিক্রি করা হবে। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস।’ 

সবজির পুষ্টিমান, উপকারিতা, উৎপাদন থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবজি নিরাপদ রাখতে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বাংলাদেশ এক কোটি ৯৭ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন করে এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। 

জাতীয় সবজি মেলা সুষ্ঠুভাবে আয়োজনে বৃহস্পতিবার সচিবালয়ে স্টিয়ারিং কমিটির সভা হয়। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। নিরাপদ সবজির জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি কৃষক-উৎপাদক, ভোক্তা, পরিবহনকারী, প্রক্রিয়াজাতকারীরা সংশ্লিষ্ট সকলের সচেতনতা প্রয়োজন। এ ধরনের মেলা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত