Ajker Patrika

গোপালপুরে বিএনপির ৪০ নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৮: ৫৭
গোপালপুরে বিএনপির ৪০ নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ৪০ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নূর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন উপজেলার নগদাশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম খান, যুবদলের সদস্যসচিব হারুন, শ্রমিকদলের সদস্যসচিব জাফর মিয়া ও উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক বদিউজ্জামান বাদলসহ ৪০ জন। 

টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক তানবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে গোপালপুর উপজেলা বিএনপির ৪০ নেতা কর্মী টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিন নিতে আসেন। আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘গায়েবি ও মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন ওই নেতা কর্মীরা। উচ্চ আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার সকালে গোপালপুর উপজেলার বিএনপির ওই ৪০ নেতা কর্মী টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে আসেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত