Ajker Patrika

স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৪: ১১
স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোনে ডেটা কিনে না দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে রিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার জাফরাবাদের সাধেরজঙ্গল গ্রামের আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সাধেরজঙ্গল গ্রামের আলম মিয়ার ছেলে সাকিল মিয়ার স্ত্রী এবং একই গ্রামের লিটন মিয়ার মেয়ে। 

এলাকাবাসী জানান, রিয়া আক্তারের মোবাইলের ইন্টারনেট ডেটা স্বামী সাকিল মিয়া ব্যবহার করে শেষ করে ফেলেন। এ সময় রিয়া আক্তার স্বামীকে পুনরায় ডেটা কিনে দিতে বলেন। কিন্তু সাকিল ডেটা কিনে দেননি। এতে অভিমান করে রিয়া তাঁর স্বামীর অনুপস্থিতিতে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের মধ্যে কোনো দাম্পত্য কলহ ছিল না। তবে তুচ্ছ বিষয় নিয়ে অভিমানে মেয়েটি এভাবে চলে গেল, তা সত্যিই খুব দুঃখজনক। তাৎক্ষণিক আমি ও করিমগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ 

ওসি আরও বলেন, খবর পেয়ে গতকাল রাতেই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত