Ajker Patrika

আইএফআইসি ব্যাংক-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার পাচ্ছেন তিনজন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩২
আইএফআইসি ব্যাংক-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার পাচ্ছেন তিনজন

আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২১ পাচ্ছেন তিনজন। এবার কথাসাহিত্যে ‘বিভা ও বিভ্রম’ গ্রন্থের জন্য সাদাত হোসাইন, কবিতায় ‘সুন্দরবন সিরিজ’ গ্রন্থের জন্য চাণক্য বাড়ৈ এবং গবেষণায় ‘জীবনানন্দের মানচিত্র’ গ্রন্থের জন্য আমীন আল রশীদ পুরস্কার পাচ্ছেন। 

কালি ও কলমের ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়, সাহিত্য শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম বাংলাদেশের নবীন কবি ও লেখকদের উদ্দীপ্ত করতে ২০০৮ সাল থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করছে। এরই ধারাবাহিকতায় এ বছরও এই পুরস্কার দেওয়া হচ্ছে। আইএফআইসি ব্যাংক-নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২১ পাচ্ছেন এবার তিন তরুণ লেখক ও কবি। 

এ বছর বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য এবং শিশু-কিশোর সাহিত্যে উল্লেখযোগ্য গ্রন্থ জমা না পড়ায় তিনটি বিভাগে পুরস্কার প্রদান করা হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় একযোগে কালি ও কলম এবং আইএফআইসি ব্যাংকের ফেসবুক পেজে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি দেখানো হবে। এ আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট প্রাবন্ধিক, ফরাসি ভাষাবিদ ও অনুবাদক অধ্যাপক চিন্ময় গুহ। আয়োজনে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট বাউলশিল্পী ও সংগীতসাধক শফি মণ্ডল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত