Ajker Patrika

শান্তিবাগে খাবারের হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক
শান্তিবাগে খাবারের হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর শান্তিবাগে একটি খাবারের হোটেলে উজ্জ্বল মালকার (২২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে শান্তিবাগ মগাহাজীর গলির ‘বিসমিল্লাহ হোটেলে’ এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত উজ্জ্বল শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চর শিমুলিয়া গ্রামের সেলিম মালাকারেরর ছেলে। ঢাকায় শান্তিবাগে একটি বাসায় থাকতেন তিনি।

বিসমিল্লাহ হোটেলের ম্যানেজার মো. সুলতান গাজী জানান, ‘প্রায় ১ বছর ধরে হোটেলটিতে কর্মচারী হিসেবে রয়েছেন উজ্জল। দুপুরে হোটেলের পেছনের অংশে একা  বসে পানিতে পেপে ধোয়ার কাজ করছিলেন। জুমার নামাজ পড়ে এসে দেখতে পাই বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে খিদমাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

মো. সুলতান আরও জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের কোনো তার ছিঁড়ে লোহার অ্যাঙ্গেলে বিদ্যুতায়িত হয়েছিল। তার পাশে বসে কাজ করার সময় কোনোভাবে সেখানে হাত যাওয়ায় উজ্জ্বল বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত