নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়া পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।
নিহতরা হলো শাওন (১৭), জীম (১৭) ও রিফাত (১৮)। তারা সবাই শহরের খানপুর ও ডন চেম্বার এলাকার বাসিন্দা।
নিহতদের পরিবার ও নৌকায় থাকা অন্যদের কাছ থেকে জানা যায়, গতকাল রাতে কয়েকজন বন্ধু মিলে বন্দরের কদমরসুল দরগার মেলায় যায়। ফেরার পথে একটি বড় জাহাজ তাদের নৌকার পাশ দিয়ে যাওয়ার সময় সৃষ্ট প্রবল ঢেউয়ে কাছাকাছি থাকা দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি নৌকা ডুবে যায়।
নৌকায় থাকা তামিম নামে এক কিশোরের বাবা সবুজ বলেন, ‘আমার ছেলে ওই নৌকায় ছিল। মেলা দেখে ফেরার পথে জাহাজের সৃষ্ট ঢেউয়ের কারণে দুটি নৌকার মধ্যে সংঘর্ষে আমাদের ছেলের নৌকাটি ডুবে যায়। এ সময় আমার ছেলে সাঁতরে পাড়ে আসে।’
এ বিষয়ে ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা প্রথমে খবর পাই, নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হয়েছে। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করি। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। বাকি বিস্তারিত তদন্তের পর বলা যাবে।’
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়া পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।
নিহতরা হলো শাওন (১৭), জীম (১৭) ও রিফাত (১৮)। তারা সবাই শহরের খানপুর ও ডন চেম্বার এলাকার বাসিন্দা।
নিহতদের পরিবার ও নৌকায় থাকা অন্যদের কাছ থেকে জানা যায়, গতকাল রাতে কয়েকজন বন্ধু মিলে বন্দরের কদমরসুল দরগার মেলায় যায়। ফেরার পথে একটি বড় জাহাজ তাদের নৌকার পাশ দিয়ে যাওয়ার সময় সৃষ্ট প্রবল ঢেউয়ে কাছাকাছি থাকা দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি নৌকা ডুবে যায়।
নৌকায় থাকা তামিম নামে এক কিশোরের বাবা সবুজ বলেন, ‘আমার ছেলে ওই নৌকায় ছিল। মেলা দেখে ফেরার পথে জাহাজের সৃষ্ট ঢেউয়ের কারণে দুটি নৌকার মধ্যে সংঘর্ষে আমাদের ছেলের নৌকাটি ডুবে যায়। এ সময় আমার ছেলে সাঁতরে পাড়ে আসে।’
এ বিষয়ে ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা প্রথমে খবর পাই, নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হয়েছে। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করি। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। বাকি বিস্তারিত তদন্তের পর বলা যাবে।’
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১৪ মিনিট আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
১ ঘণ্টা আগে