ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে একটি প্রাইভেট কার থেকে শফিক ব্যাপারী (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলার সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শফিক ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃগী দক্ষিণপাড়া এলাকার মো. কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি ওই গাড়ির চালক ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মো. আলতাভ হোসেন বলেন, গতকাল প্রাইভেট কারটি পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে মালিকের কাছ থেকে সকালে চাবি নিয়ে আসেন শফিক। এরপর আর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রাইভেট কারের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ওসি বলেন, শফিকের খোঁজে ওই প্রাইভেট কারের কাছে স্বজনেরা গেলে ঢেকে রাখা গাড়িতেই মরদেহ দেখতে পায়। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, লাশের গায়ে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন ছিল না। এটি হত্যাকাণ্ড কি না—এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুরে একটি প্রাইভেট কার থেকে শফিক ব্যাপারী (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলার সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শফিক ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃগী দক্ষিণপাড়া এলাকার মো. কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি ওই গাড়ির চালক ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মো. আলতাভ হোসেন বলেন, গতকাল প্রাইভেট কারটি পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে মালিকের কাছ থেকে সকালে চাবি নিয়ে আসেন শফিক। এরপর আর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রাইভেট কারের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ওসি বলেন, শফিকের খোঁজে ওই প্রাইভেট কারের কাছে স্বজনেরা গেলে ঢেকে রাখা গাড়িতেই মরদেহ দেখতে পায়। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, লাশের গায়ে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন ছিল না। এটি হত্যাকাণ্ড কি না—এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
৮ মিনিট আগেঅন্তঃসত্ত্বা সাদিয়া দিশেহারা হয়ে গেলেন স্বামীর শেষ স্মৃতি গর্ভের সন্তানের নিরাপত্তার কথা ভেবে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাবা শাহাব উদ্দিন ওরফে আব্দুর রাজ্জাক এসে তাঁকে নিয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পুনাইল গ্রামে নিজ বাড়িতে। এমন কঠিন দুঃসময়ে পাশে দাঁড়াননি শ্বশুরবাড়ির লোকজন। পাননি কোনো সান্ত্বনাও।
১২ মিনিট আগেসাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
৩৩ মিনিট আগেশ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
১ ঘণ্টা আগে