Ajker Patrika

শরীয়তপুরে ৩০টি গ্রামে আজ ঈদুল আজহা

প্রতিনিধি, নড়িয়া (শরীয়তপুর) 
আপডেট : ২০ জুলাই ২০২১, ১১: ৪৫
শরীয়তপুরে ৩০টি গ্রামে আজ ঈদুল আজহা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করছেন শরীয়তপুরের ৩০টি গ্রামের মানুষ প্রায় দেড় হাজার পরিবার। এ তথ্য নিশ্চিত করেছেন নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফের গদিশীন পীর শাহ নূরে কামাল সুরেশ্বরী।

জানা যায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের আশপাশের ৩০ টির বেশি পরিবার আজ ঈদ পালন করছেন। বরাবরই তাঁরা ওই দেশের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করে থাকেন। ফলে সেখানকার ৩০টি গ্রামের মানুষ আজ সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ আদায় করেন। তাঁরা সকলে সুরেশ্বর দরবার শরিফের অনুসারী। 

কামাল সুরেশ্বরী বলেন-আমরা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। এবারও ঈদুল আজহার নামাজ ও কোরবানি তাঁদের সঙ্গে মিল রেখেই পালন করেছি। 

কামাল সুরেশ্বরী আরও বলেন, করোনার কারণে সরকারি নির্দেশনা থাকায় সীমিত পরিসরে মসজিদে মসজিদে নামাজ আদায় করা হয়েছে। নামাজের পর বিভিন্ন জায়গায় কোরবানি করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত