গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর এক ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে পোশাককর্মী শেখা বেগমের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আবুল হোসেন (৪৭)। তাঁরা ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।
গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মদিনা ফ্যাক্টরির পেছন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনারের (অপরাধ উত্তর) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ। তিনি বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হোসেন ওই নারীকে হত্যার কথা স্বীকার করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাসন থানাধীন ইসলামপুর এলাকার তালাবদ্ধ ঘর থেকে শেখা বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। শেখা বেগম ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালি গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। আর ওই বাসাতেই স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।
গ্রেপ্তার মো. আবুল হোসেন (৪৭) দিনাজপুর জেলার কাহারোল থানার তারগাঁও ইউপির কাঠনা এলাকার বাসিন্দা।
আবুল হোসেনের বরাতে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার জানান, গত ২২ অক্টোবর সকালে শিখা বেগম আবুল হোসেনের কাছে ১৬ হাজার টাকা দাবি করেন। আবুল হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে শিখা বেগম তাঁকে থাপ্পড় দেয় ও কলার চেপে ধরেন। এরপরে আবুল হোসেন কাজে যেতে চাইলে শিখা বেগম তাঁকে যেতে না দিয়ে রুমের ভেতর থেকে তালাবদ্ধ করে রাখেন।
এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে রাগান্বিত হয়ে আবুল হোসেন শিখা বেগমের গলা চেপে ধরেন। এতে শিখা বেগম অচেতন হয়ে পড়লে তাঁর মরদেহ কাঁথা দিয়ে মুড়িয়ে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা তালা দিয়ে পালিয়ে যায়।
ফাহিম আসজাদ আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসন থানার চৌকস টিম মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগরীর এক ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে পোশাককর্মী শেখা বেগমের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আবুল হোসেন (৪৭)। তাঁরা ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।
গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মদিনা ফ্যাক্টরির পেছন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনারের (অপরাধ উত্তর) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ। তিনি বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হোসেন ওই নারীকে হত্যার কথা স্বীকার করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাসন থানাধীন ইসলামপুর এলাকার তালাবদ্ধ ঘর থেকে শেখা বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। শেখা বেগম ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালি গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। আর ওই বাসাতেই স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।
গ্রেপ্তার মো. আবুল হোসেন (৪৭) দিনাজপুর জেলার কাহারোল থানার তারগাঁও ইউপির কাঠনা এলাকার বাসিন্দা।
আবুল হোসেনের বরাতে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার জানান, গত ২২ অক্টোবর সকালে শিখা বেগম আবুল হোসেনের কাছে ১৬ হাজার টাকা দাবি করেন। আবুল হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে শিখা বেগম তাঁকে থাপ্পড় দেয় ও কলার চেপে ধরেন। এরপরে আবুল হোসেন কাজে যেতে চাইলে শিখা বেগম তাঁকে যেতে না দিয়ে রুমের ভেতর থেকে তালাবদ্ধ করে রাখেন।
এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে রাগান্বিত হয়ে আবুল হোসেন শিখা বেগমের গলা চেপে ধরেন। এতে শিখা বেগম অচেতন হয়ে পড়লে তাঁর মরদেহ কাঁথা দিয়ে মুড়িয়ে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা তালা দিয়ে পালিয়ে যায়।
ফাহিম আসজাদ আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসন থানার চৌকস টিম মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১৫ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২২ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৭ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৩১ মিনিট আগে