নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে এক সাংবাদিক (প্রতিবেদক) ও তাঁর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সালথা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সালথা প্রতিনিধি হাসান মোল্যার পরিবারে নামে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই প্রতিবেদক।
সাংবাদিক হাসান মোল্যা জানান, গত ৩ জানুয়ারি দুপুরের তাঁকে তাঁর বাড়ির সামনে এসে আসামিরা তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের করতে হুমকি দেয়। নইলে তাঁকে ও তাঁর পরিবারের যে কাউকে পেলেই খুন করে লাশ গুম করে ফেলবে।
তিনি বলেন, ‘এর পর থেকে এতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনায় সালথা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি যার জিডি নম্বর ২৪৬।’
এর আগে গত বছরের ১৩ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে হাসান মোল্যার ওপর অতর্কিত হামলা চালায় আহম্মাদ মোল্যার ছেলে রুবেল মোল্যা, জুয়েল মোল্যা, নাঈম মোল্যা ও এরশাদ মোল্যা ও অজ্ঞাত কয়েকজন। এতে হাসান মোল্যার ভাই শফিকুল মোল্যা ও ফারুক মোল্যা গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায়।
পরে পুলিশের অভিযানে আসামিদের বাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর সালথা থানায় উল্লেখিত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার ১ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এতে আসামি পক্ষ আরও ক্ষিপ্ত হয়ে গত ১৯ ডিসেম্বর হাসান মোল্যার পরিবারের ৬ জনকে আসামি করে কোর্টে পাল্টা মামলা দায়ের করেন।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ আনিসুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরে এক সাংবাদিক (প্রতিবেদক) ও তাঁর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সালথা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সালথা প্রতিনিধি হাসান মোল্যার পরিবারে নামে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই প্রতিবেদক।
সাংবাদিক হাসান মোল্যা জানান, গত ৩ জানুয়ারি দুপুরের তাঁকে তাঁর বাড়ির সামনে এসে আসামিরা তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের করতে হুমকি দেয়। নইলে তাঁকে ও তাঁর পরিবারের যে কাউকে পেলেই খুন করে লাশ গুম করে ফেলবে।
তিনি বলেন, ‘এর পর থেকে এতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনায় সালথা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি যার জিডি নম্বর ২৪৬।’
এর আগে গত বছরের ১৩ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে হাসান মোল্যার ওপর অতর্কিত হামলা চালায় আহম্মাদ মোল্যার ছেলে রুবেল মোল্যা, জুয়েল মোল্যা, নাঈম মোল্যা ও এরশাদ মোল্যা ও অজ্ঞাত কয়েকজন। এতে হাসান মোল্যার ভাই শফিকুল মোল্যা ও ফারুক মোল্যা গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায়।
পরে পুলিশের অভিযানে আসামিদের বাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর সালথা থানায় উল্লেখিত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার ১ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এতে আসামি পক্ষ আরও ক্ষিপ্ত হয়ে গত ১৯ ডিসেম্বর হাসান মোল্যার পরিবারের ৬ জনকে আসামি করে কোর্টে পাল্টা মামলা দায়ের করেন।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ আনিসুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
১ ঘণ্টা আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
১ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর শুধু যন্ত্র সরবরাহ নয়, এটি রাষ্ট্রের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার প্রতিফলন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সমতল হোক কিংবা পাহাড়—কোথাও খাদ্যঘাটতির জায়গা থাকবে না।’
১ ঘণ্টা আগেগত বছর ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের মিরাজ। তিনি ছিলেন মৃত আব্দুস ছালামের বড় ছেলে। মাত্র ৫ শতাংশ জমি কিনে বাড়ি করার ইচ্ছে ছিল তাঁদের। কিন্তু প্রতিবেশী দুলাল মণ্ডল দলিল থাকা সত্ত্বেও জমিটি দখলে নিতে দেননি।
২ ঘণ্টা আগে