নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পল্টন থানা-পুলিশ। এতে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের ৬১ জনের নামসহ অজ্ঞাতনামা তিন-চার শজনকে আসামি করা হয়েছে। আজ সোমবার রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান বাদী হয়ে এ মামলা করেন।
গত রোববার সন্ধ্যায় পল্টনে ছাত্রদল মিছিল নিয়ে বের হলে পুলিশ বাধা দেয়। এতে মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। ঘটনাস্থল থেকে ২৩ জনকে আটক করে পুলিশ। পরে সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়।
পল্টন থানায় করা মামলায় ৬১ আসামির মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, যাত্রাবাড়ী থানা বিএনপির কর্মী মোহাম্মদ আলী মান্নান, মো. মফিকুল ইসলাম, সোহেল শিকদার, সুনীল রবি দাস, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, মামলার অন্য আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।
এদিকে নয়াপল্টনের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এদিন ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানায় এই কর্মসূচি পালিত হবে।
এ সম্পর্কিত আরেক বিবৃতিতে নয়াপল্টনের ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হক। বিবৃতিতে অবিলম্বে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তাঁরা।
এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। রাজধানীর পান্থপথে সন্ত্রাসীদের হামলায় আহত নাটোরের বিএনপি নেতা আব্দুল আজিজকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলোর ওপর সরকারি নিপীড়ন বেড়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর আওয়ামী সন্ত্রাসী কার্যকলাপ অনেক বেড়েছে। গণতান্ত্রিক সব স্পেসগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। একটা মিটিং করতে দেয় না। নয়াপল্টনের অফিসের সামনে ছাত্র দলের উত্তরের ছেলেরা একটা সভা করতে গিয়েছিল। সেখানে জায়গা পর্যন্ত দেওয়া হয়নি। কোনো স্পেস দেওয়া হচ্ছে না।’
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পল্টন থানা-পুলিশ। এতে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের ৬১ জনের নামসহ অজ্ঞাতনামা তিন-চার শজনকে আসামি করা হয়েছে। আজ সোমবার রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান বাদী হয়ে এ মামলা করেন।
গত রোববার সন্ধ্যায় পল্টনে ছাত্রদল মিছিল নিয়ে বের হলে পুলিশ বাধা দেয়। এতে মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। ঘটনাস্থল থেকে ২৩ জনকে আটক করে পুলিশ। পরে সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়।
পল্টন থানায় করা মামলায় ৬১ আসামির মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, যাত্রাবাড়ী থানা বিএনপির কর্মী মোহাম্মদ আলী মান্নান, মো. মফিকুল ইসলাম, সোহেল শিকদার, সুনীল রবি দাস, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, মামলার অন্য আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।
এদিকে নয়াপল্টনের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এদিন ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানায় এই কর্মসূচি পালিত হবে।
এ সম্পর্কিত আরেক বিবৃতিতে নয়াপল্টনের ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হক। বিবৃতিতে অবিলম্বে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তাঁরা।
এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। রাজধানীর পান্থপথে সন্ত্রাসীদের হামলায় আহত নাটোরের বিএনপি নেতা আব্দুল আজিজকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলোর ওপর সরকারি নিপীড়ন বেড়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর আওয়ামী সন্ত্রাসী কার্যকলাপ অনেক বেড়েছে। গণতান্ত্রিক সব স্পেসগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। একটা মিটিং করতে দেয় না। নয়াপল্টনের অফিসের সামনে ছাত্র দলের উত্তরের ছেলেরা একটা সভা করতে গিয়েছিল। সেখানে জায়গা পর্যন্ত দেওয়া হয়নি। কোনো স্পেস দেওয়া হচ্ছে না।’
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে