টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেন দুর্ঘটনায় মায়ের মৃত্যুর এক দিন পর দেড় বছর বয়সী শিশু তাওহীদ মারা গেছে। আজ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান পিয়ারা বেগম (৩৫)। এ নিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ। শিশু তাওহীদ উপজেলার ফলদা ইউনিয়নের মমিনপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
গত বুধবার দুপুরে ভূঞাপুর উপজেলার ঢেপাকান্দি এলাকার অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাওহীদের মাসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এতে ট্রেন দুর্ঘটনায় মারা যান পাঁচজন। নিহতরা সবাই ফলদা ইউনিয়নের বাসিন্দা।
উল্লেখ্য, বুধবার দুপুরে উপজেলার ঢেপাকান্দি এলাকার লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাওহীদের মাসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় শিশু তাওহীদসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাওহীদ ও পিয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেন দুর্ঘটনায় মায়ের মৃত্যুর এক দিন পর দেড় বছর বয়সী শিশু তাওহীদ মারা গেছে। আজ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান পিয়ারা বেগম (৩৫)। এ নিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ। শিশু তাওহীদ উপজেলার ফলদা ইউনিয়নের মমিনপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
গত বুধবার দুপুরে ভূঞাপুর উপজেলার ঢেপাকান্দি এলাকার অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাওহীদের মাসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এতে ট্রেন দুর্ঘটনায় মারা যান পাঁচজন। নিহতরা সবাই ফলদা ইউনিয়নের বাসিন্দা।
উল্লেখ্য, বুধবার দুপুরে উপজেলার ঢেপাকান্দি এলাকার লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাওহীদের মাসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় শিশু তাওহীদসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাওহীদ ও পিয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
৩ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলেরঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
১২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা বলে ৭০ জন দরিদ্র নারীর কাছ থেকে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বিক্ষুদ্ধ জনতা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
১২ মিনিট আগেঅবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা করার অভিযোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় ১২ দেশের বিপুল পরিমাণ মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে।
২০ মিনিট আগে