সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্তকে নিজের ঘরে ধর্ষণ করার সুযোগ দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে ছিলেন সেই সহযোগী। আজ শুক্রবার সকালে তাঁদের আশুলিয়া থানার পুলিশ আদালতে পাঠায়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন শরীয়তপুর জেলার জাজিরা থানার চেরাগ আলী ব্যাপারীপাড়ার খবির হোসেনের ছেলে আল মামুন (২৪) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়ানপুর গ্রামের শামসুল আলমের ছেলে মো. আলী মোল্লা (২২)। মামুন আশুলিয়ার দক্ষিণ গাজীরচটের রশিদ মার্কেট এলাকার আইয়ুব আলির বাড়ির কেয়ারটেকার এবং তাঁর একটি মোবাইল মেরামতের দোকান ছিল। আর মো. আলী শিমুলতলা এলাকায় আব্দুল মজিতের বাড়িতে ভাড়া থাকতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আল মামুনের মোবাইল মেরামতের দোকানে মোবাইল ঠিক করতে এসেই অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আল মামুন ভুক্তভোগীকে কৌশলে ডেকে নিয়ে যান শিমুলতলা এলাকার মো. আলী মোল্লার ভাড়া বাসায়। সেখানে জোরপূর্বক ভুক্তভোগীকে ধর্ষণ করেন আল মামুন। এ সময় মো. আলী ধর্ষণের সহযোগিতা করেন এবং রুমের দরজা আটকে বাইরে থেকে পাহারা দেন। পরে ভুক্তভোগী গৃহবধূ সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিদের আটক করে। এরপর রাতে মামলাটি নথিভুক্ত হয়। মামলা নম্বর-৫৮।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত রায় জানান, অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। রাতেই মামলা রুজু করা হয়। আজ শুক্রবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠানো হয়েছে।
সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্তকে নিজের ঘরে ধর্ষণ করার সুযোগ দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে ছিলেন সেই সহযোগী। আজ শুক্রবার সকালে তাঁদের আশুলিয়া থানার পুলিশ আদালতে পাঠায়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন শরীয়তপুর জেলার জাজিরা থানার চেরাগ আলী ব্যাপারীপাড়ার খবির হোসেনের ছেলে আল মামুন (২৪) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়ানপুর গ্রামের শামসুল আলমের ছেলে মো. আলী মোল্লা (২২)। মামুন আশুলিয়ার দক্ষিণ গাজীরচটের রশিদ মার্কেট এলাকার আইয়ুব আলির বাড়ির কেয়ারটেকার এবং তাঁর একটি মোবাইল মেরামতের দোকান ছিল। আর মো. আলী শিমুলতলা এলাকায় আব্দুল মজিতের বাড়িতে ভাড়া থাকতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আল মামুনের মোবাইল মেরামতের দোকানে মোবাইল ঠিক করতে এসেই অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আল মামুন ভুক্তভোগীকে কৌশলে ডেকে নিয়ে যান শিমুলতলা এলাকার মো. আলী মোল্লার ভাড়া বাসায়। সেখানে জোরপূর্বক ভুক্তভোগীকে ধর্ষণ করেন আল মামুন। এ সময় মো. আলী ধর্ষণের সহযোগিতা করেন এবং রুমের দরজা আটকে বাইরে থেকে পাহারা দেন। পরে ভুক্তভোগী গৃহবধূ সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিদের আটক করে। এরপর রাতে মামলাটি নথিভুক্ত হয়। মামলা নম্বর-৫৮।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক সুব্রত রায় জানান, অভিযোগ পেয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। রাতেই মামলা রুজু করা হয়। আজ শুক্রবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠানো হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৫ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৭ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৯ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৯ ঘণ্টা আগে