নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্যানেলভিত্তিক নিয়োগসহ তিন দফা দাবিতে ৩৩ দিন ধরে শাহবাগে গণ অনশন কর্মসূচি পালন করছেন এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) নিবন্ধন সনদপ্রাপ্ত শিক্ষকেরা। দাবিগুলো মেনে নেওয়া না হলে শাহবাগেই অনশনরত অবস্থায় ঈদ কাটবে বলে জানিয়েছেন প্যানেল-প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো যৌক্তিক। এনটিআরসিএর পরীক্ষা দিয়ে পাস করে আমরা চাকরির সনদ পেয়েছি। তাহলে চাকরি না দিয়ে আমাদের সঙ্গে কেন তামাশা করা হচ্ছে?’
প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে গত ৫ জুন থেকে শাহবাগে গণ অনশন কর্মসূচি পালন করছেন নিবন্ধন সনদপ্রাপ্ত শিক্ষকেরা। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে তাঁদের অনশন। শিক্ষকদের দাবিগুলো হলো— এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগ দিতে হবে; বৈধ সনদধারী চাকরিপ্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা স্থগিত রাখতে হবে; ইনডেক্সধারীদের প্যানেলে অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।
অনশন কর্মসূচিতে অংশ নেওয়া নিবন্ধনধারীদের অভিযোগ, নিয়োগ সুপারিশের প্রলোভন দেখিয়ে এনটিআরসিএ হাজার হাজার আবেদনের বিপরীতে নিয়োগপ্রত্যাশীদের সর্বস্বান্ত করে ফেলছে। এনটিআরসিএর গাফিলতির কারণে অনেকে অবৈধ সনদ নিয়েও চাকরি করছেন। অথচ বৈধ সনদধারীরা অযোগ্য হচ্ছেন।
এক মাসেরও বেশি সময়য়ধরে এই গণ অনশন কর্মসূচি চললেও এখন পর্যন্ত এনটিআরসিএ বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা অনশনকারীদের সঙ্গে কথা বলতে আসেননি। এ নিয়ে ক্ষুব্ধ তাঁরা।
এ বিষয়ে নীলিমা চক্রবর্তী নামের একজন নিয়োগপ্রত্যাশী বলেন, ‘এক মাস ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে অনশন চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ— কেউ আমাদের পাশে দাঁড়াল না।’
জানতে চাইলে এনটিআরসিএর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশ আসে, আমরা সেভাবেই সব করি। আমাদের যদি মন্ত্রণালয় বলে এই তিন দফা দাবি মেনে নিয়ে সে অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাতে হবে, তাহলে আমরা সেটাই করব।’
প্যানেলভিত্তিক নিয়োগসহ তিন দফা দাবিতে ৩৩ দিন ধরে শাহবাগে গণ অনশন কর্মসূচি পালন করছেন এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) নিবন্ধন সনদপ্রাপ্ত শিক্ষকেরা। দাবিগুলো মেনে নেওয়া না হলে শাহবাগেই অনশনরত অবস্থায় ঈদ কাটবে বলে জানিয়েছেন প্যানেল-প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো যৌক্তিক। এনটিআরসিএর পরীক্ষা দিয়ে পাস করে আমরা চাকরির সনদ পেয়েছি। তাহলে চাকরি না দিয়ে আমাদের সঙ্গে কেন তামাশা করা হচ্ছে?’
প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে গত ৫ জুন থেকে শাহবাগে গণ অনশন কর্মসূচি পালন করছেন নিবন্ধন সনদপ্রাপ্ত শিক্ষকেরা। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে তাঁদের অনশন। শিক্ষকদের দাবিগুলো হলো— এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগ দিতে হবে; বৈধ সনদধারী চাকরিপ্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা স্থগিত রাখতে হবে; ইনডেক্সধারীদের প্যানেলে অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।
অনশন কর্মসূচিতে অংশ নেওয়া নিবন্ধনধারীদের অভিযোগ, নিয়োগ সুপারিশের প্রলোভন দেখিয়ে এনটিআরসিএ হাজার হাজার আবেদনের বিপরীতে নিয়োগপ্রত্যাশীদের সর্বস্বান্ত করে ফেলছে। এনটিআরসিএর গাফিলতির কারণে অনেকে অবৈধ সনদ নিয়েও চাকরি করছেন। অথচ বৈধ সনদধারীরা অযোগ্য হচ্ছেন।
এক মাসেরও বেশি সময়য়ধরে এই গণ অনশন কর্মসূচি চললেও এখন পর্যন্ত এনটিআরসিএ বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা অনশনকারীদের সঙ্গে কথা বলতে আসেননি। এ নিয়ে ক্ষুব্ধ তাঁরা।
এ বিষয়ে নীলিমা চক্রবর্তী নামের একজন নিয়োগপ্রত্যাশী বলেন, ‘এক মাস ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে অনশন চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ— কেউ আমাদের পাশে দাঁড়াল না।’
জানতে চাইলে এনটিআরসিএর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশ আসে, আমরা সেভাবেই সব করি। আমাদের যদি মন্ত্রণালয় বলে এই তিন দফা দাবি মেনে নিয়ে সে অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাতে হবে, তাহলে আমরা সেটাই করব।’
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে