Ajker Patrika

মিরনজিল্লা কলোনির হরিজনদের আপাতত উচ্ছেদ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুন ২০২৪, ১৭: ৩২
মিরনজিল্লা কলোনির হরিজনদের আপাতত উচ্ছেদ নয়: হাইকোর্ট

পুরান ঢাকার আগা সাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। 

এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস ও আইনুন্নাহার সিদ্দিকা। 

রিটের পক্ষে আবেদনকারীরাই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। 

আইনজীবী মনোজ কুমার ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, বিকল্প ব্যবস্থা করে কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের স্থানান্তর করতে বলেছেন আদালত। আর উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেছেন। তাই বিকল্প ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত