Ajker Patrika

রাতে হাসপাতালে মাতাল নারী চিকিৎসকের হুলুস্থুল কাণ্ড

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) 
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৭: ১৫
রাতে হাসপাতালে মাতাল নারী চিকিৎসকের হুলুস্থুল কাণ্ড

রাজধানীর উত্তরার র‍্যাডিকেল হাসপাতালে এক নারী চিকিৎসকের মাতলামির ভিডিও ছড়িয়ে পড়েছে। উত্তরা-১৩ ও ১৪ নম্বর সেক্টরের মোড়ের ওই হাসপাতালটিতে গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

হাসপাতালের সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টা ৪ মিনিটে একটি সাদা প্রাইভেট কার নিজেই চালিয়ে হাসপাতালের গেটে আসেন ওই চিকিৎসক। এরপর হাসপাতালের নিচতলায় জরুরি বিভাগে প্রবেশ করে প্রথমে রোগীর চেয়ারে ও পরে চিকিৎসকের চেয়ারে বসেন। 

ফুটেজে দেখা যায়, ওই চিকিৎসক নিজের প্রেসক্রিপশন লিখে হাসপাতালের বেডে গিয়ে চিকিৎসা নেন। পরে নিজের বিল নিজেই তৈরি করে একজন নার্সকে টাকা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই নার্স টাকা না নেওয়ায় তিনি আবার সেটি রেখে দেন। পরে ১০০ টাকার নোট টেবিলের ওপর রেখে জুতা হাতে নিয়ে বেরিয়ে যান। এরপর গাড়িয়ে চালিয়ে চলে যান।

আজকের পত্রিকার হাতে আসা ওই ফুটেজে দেখা যায়, হাসপাতালের ম্যানেজার মো. মশিউর রহমানকে ওই চিকিৎসককে বলছেন, ‘আপনি এখান থেকে যান। আপনি এখান থেকে জব ছেড়ে দেন। আপনি এখানে ডিজার্ভ করেন না। আপনার এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই।’ একপর্যায়ে ওই নারী চিৎকার করে বলেন, ‘আপনি এখান থেকে যাবেন। ক্যান ইউ লিভ দিস প্লেস? কালকে এসে ডিসিশন নেবেন আপনি। ক্যান ইউ লিভ দিস প্লেস? উইল লিভ দিস প্লেস? ক্যান ইউ গেট আউট অব দিস প্লেস?’ 

উত্তরে মশিউর রহমান বলেন, ‘আপনি এভাবে বলতেছেন কেন? আমার অপরাধটা কী?’ তখন ওই চিকিৎসক বারবার বলেন, ‘ক্যান ইউ গেট আউট। আপনি দুই দিন ধরে এসে ডিসিশন নিতে পারেন না।’ 

উত্তরে ম্যানেজার মশিউর রহমান বলেন, ‘আমি যতটুকু জানি, আপনাকে তো গত দুই মাস আগে না করে দিয়েছে।’ জবাবে উত্তেজিত স্বরে ওই নারী বলেন, ‘আপনি এখান থেকে যান। আপনি এখান থেকে যেতে পারেন, যাবেন।’ 

এবিষয়ে মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যতটুকু জানি, তিনি রিহ্যাব সেন্টারে ছিলেন। হাসপাতালে মাতলামির কারণেই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।’ 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ম্যানেজার মশিউর রহমান।

ওই চিকিৎসককে সেবা দেওয়া চিকিৎসক ডা. সানি আজকের পত্রিকাকে বলেন, ‘উনি ড্রাংক অবস্থায় ছিলেন। ওনার আচার-ব্যবহারে দেখে বুঝেছি, উনি স্বাভাবিক অবস্থায় নেই। তাছাড়া তাঁকে কেন বিদায় করে দেওয়া হলো, চাকরিতে রাখা হলো না—এসব নিয়ে অনেক উচ্চবাচ্য করতেছিলেন।’ 

এ বিষয়ে ওই চিকিৎসকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে এবং এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত