নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)
রাজধানীর উত্তরার র্যাডিকেল হাসপাতালে এক নারী চিকিৎসকের মাতলামির ভিডিও ছড়িয়ে পড়েছে। উত্তরা-১৩ ও ১৪ নম্বর সেক্টরের মোড়ের ওই হাসপাতালটিতে গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতালের সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টা ৪ মিনিটে একটি সাদা প্রাইভেট কার নিজেই চালিয়ে হাসপাতালের গেটে আসেন ওই চিকিৎসক। এরপর হাসপাতালের নিচতলায় জরুরি বিভাগে প্রবেশ করে প্রথমে রোগীর চেয়ারে ও পরে চিকিৎসকের চেয়ারে বসেন।
ফুটেজে দেখা যায়, ওই চিকিৎসক নিজের প্রেসক্রিপশন লিখে হাসপাতালের বেডে গিয়ে চিকিৎসা নেন। পরে নিজের বিল নিজেই তৈরি করে একজন নার্সকে টাকা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই নার্স টাকা না নেওয়ায় তিনি আবার সেটি রেখে দেন। পরে ১০০ টাকার নোট টেবিলের ওপর রেখে জুতা হাতে নিয়ে বেরিয়ে যান। এরপর গাড়িয়ে চালিয়ে চলে যান।
আজকের পত্রিকার হাতে আসা ওই ফুটেজে দেখা যায়, হাসপাতালের ম্যানেজার মো. মশিউর রহমানকে ওই চিকিৎসককে বলছেন, ‘আপনি এখান থেকে যান। আপনি এখান থেকে জব ছেড়ে দেন। আপনি এখানে ডিজার্ভ করেন না। আপনার এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই।’ একপর্যায়ে ওই নারী চিৎকার করে বলেন, ‘আপনি এখান থেকে যাবেন। ক্যান ইউ লিভ দিস প্লেস? কালকে এসে ডিসিশন নেবেন আপনি। ক্যান ইউ লিভ দিস প্লেস? উইল লিভ দিস প্লেস? ক্যান ইউ গেট আউট অব দিস প্লেস?’
উত্তরে মশিউর রহমান বলেন, ‘আপনি এভাবে বলতেছেন কেন? আমার অপরাধটা কী?’ তখন ওই চিকিৎসক বারবার বলেন, ‘ক্যান ইউ গেট আউট। আপনি দুই দিন ধরে এসে ডিসিশন নিতে পারেন না।’
উত্তরে ম্যানেজার মশিউর রহমান বলেন, ‘আমি যতটুকু জানি, আপনাকে তো গত দুই মাস আগে না করে দিয়েছে।’ জবাবে উত্তেজিত স্বরে ওই নারী বলেন, ‘আপনি এখান থেকে যান। আপনি এখান থেকে যেতে পারেন, যাবেন।’
এবিষয়ে মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যতটুকু জানি, তিনি রিহ্যাব সেন্টারে ছিলেন। হাসপাতালে মাতলামির কারণেই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ম্যানেজার মশিউর রহমান।
ওই চিকিৎসককে সেবা দেওয়া চিকিৎসক ডা. সানি আজকের পত্রিকাকে বলেন, ‘উনি ড্রাংক অবস্থায় ছিলেন। ওনার আচার-ব্যবহারে দেখে বুঝেছি, উনি স্বাভাবিক অবস্থায় নেই। তাছাড়া তাঁকে কেন বিদায় করে দেওয়া হলো, চাকরিতে রাখা হলো না—এসব নিয়ে অনেক উচ্চবাচ্য করতেছিলেন।’
এ বিষয়ে ওই চিকিৎসকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে এবং এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
রাজধানীর উত্তরার র্যাডিকেল হাসপাতালে এক নারী চিকিৎসকের মাতলামির ভিডিও ছড়িয়ে পড়েছে। উত্তরা-১৩ ও ১৪ নম্বর সেক্টরের মোড়ের ওই হাসপাতালটিতে গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতালের সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টা ৪ মিনিটে একটি সাদা প্রাইভেট কার নিজেই চালিয়ে হাসপাতালের গেটে আসেন ওই চিকিৎসক। এরপর হাসপাতালের নিচতলায় জরুরি বিভাগে প্রবেশ করে প্রথমে রোগীর চেয়ারে ও পরে চিকিৎসকের চেয়ারে বসেন।
ফুটেজে দেখা যায়, ওই চিকিৎসক নিজের প্রেসক্রিপশন লিখে হাসপাতালের বেডে গিয়ে চিকিৎসা নেন। পরে নিজের বিল নিজেই তৈরি করে একজন নার্সকে টাকা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই নার্স টাকা না নেওয়ায় তিনি আবার সেটি রেখে দেন। পরে ১০০ টাকার নোট টেবিলের ওপর রেখে জুতা হাতে নিয়ে বেরিয়ে যান। এরপর গাড়িয়ে চালিয়ে চলে যান।
আজকের পত্রিকার হাতে আসা ওই ফুটেজে দেখা যায়, হাসপাতালের ম্যানেজার মো. মশিউর রহমানকে ওই চিকিৎসককে বলছেন, ‘আপনি এখান থেকে যান। আপনি এখান থেকে জব ছেড়ে দেন। আপনি এখানে ডিজার্ভ করেন না। আপনার এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই।’ একপর্যায়ে ওই নারী চিৎকার করে বলেন, ‘আপনি এখান থেকে যাবেন। ক্যান ইউ লিভ দিস প্লেস? কালকে এসে ডিসিশন নেবেন আপনি। ক্যান ইউ লিভ দিস প্লেস? উইল লিভ দিস প্লেস? ক্যান ইউ গেট আউট অব দিস প্লেস?’
উত্তরে মশিউর রহমান বলেন, ‘আপনি এভাবে বলতেছেন কেন? আমার অপরাধটা কী?’ তখন ওই চিকিৎসক বারবার বলেন, ‘ক্যান ইউ গেট আউট। আপনি দুই দিন ধরে এসে ডিসিশন নিতে পারেন না।’
উত্তরে ম্যানেজার মশিউর রহমান বলেন, ‘আমি যতটুকু জানি, আপনাকে তো গত দুই মাস আগে না করে দিয়েছে।’ জবাবে উত্তেজিত স্বরে ওই নারী বলেন, ‘আপনি এখান থেকে যান। আপনি এখান থেকে যেতে পারেন, যাবেন।’
এবিষয়ে মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যতটুকু জানি, তিনি রিহ্যাব সেন্টারে ছিলেন। হাসপাতালে মাতলামির কারণেই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ম্যানেজার মশিউর রহমান।
ওই চিকিৎসককে সেবা দেওয়া চিকিৎসক ডা. সানি আজকের পত্রিকাকে বলেন, ‘উনি ড্রাংক অবস্থায় ছিলেন। ওনার আচার-ব্যবহারে দেখে বুঝেছি, উনি স্বাভাবিক অবস্থায় নেই। তাছাড়া তাঁকে কেন বিদায় করে দেওয়া হলো, চাকরিতে রাখা হলো না—এসব নিয়ে অনেক উচ্চবাচ্য করতেছিলেন।’
এ বিষয়ে ওই চিকিৎসকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে এবং এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার রাতে গণঅধিকার, যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদের রাজশাহী জেলা ও মহানগরের নেতা-কর্মীরা এ মিছিল করেন।
৭ মিনিট আগেফটিকছড়িতে ‘মব’ সৃষ্টি করে স্কুলছাত্র মাহিম হত্যা মামলায় তাজুল ইসলাম (৪০) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগেবরিশালে ব্যবসায়ীদের মতবিনিময় সভার শেষ মূহূর্তে চরম বিশৃঙ্খলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সামনেই দলটির স্থানীয় দুটি পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমীর খসরু এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
২৮ মিনিট আগেশরীয়তপুর জেলা প্রশাসনের পার্কে বিদ্যুৎ-চালিত নাগরদোলার আসন ছিঁড়ে নিচে পড়ে তিন শিশু গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের শিল্পকলা মাঠসংলগ্ন পার্কে এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে