Ajker Patrika

সালথায় ট্রলি থেকে ইট নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথায় ট্রলি থেকে ইট নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

ফরিদপুরের সালথায় ট্রলি থেকে ইট নামাতে গিয়ে বিল্লাল মিয়া (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব এলাকায় গাড়ি থেকে ইট নামানোর সময় তাঁর মৃত্যু হয়। নিহত বিল্লাল পাশের রামকান্তুপুর ইউনিয়নের রামকান্তুপুর গ্রামের মৃত মানু মিয়ার ছেলে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় বিল্লালের মা।

রামকান্তপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য নাসির তালুকদার জানান, মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারায় বিল্লাল ও তার ছোট দুই বোন। বাবার মৃত্যুর পর তাঁদের মা ফতেমা বেগম ভিক্ষা করে সংসার চালাতে থাকেন। পাশাপাশি বিল্লালও কখনো মাঠে আবার কখনো ইটের ভাটায় শ্রমিকের কাজ করে সংসারের খরচ কিছুটা জোগান দিত।

কিশোর বিল্লালের স্বপ্ন ছিল ছোট দুই বোনকে বিয়ে দেওয়ার আগে তাঁর মাকে ভিক্ষাবৃত্তির পেশা থেকে ফিরিয়ে আনবে। তবে বিল্লালের সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাঁর মর্মান্তিক মৃত্যু হলো। এত দিন মা-ছেলে মিলে সংসারটা ভালোই চালিয়ে আসছে। এখন কীভাবে চলবে, মেয়ে দুটির কি হবে। সেই চিন্তায় বারবার কেঁদে উঠছে তার মা।

বিল্লালের মা ফতেমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলের স্বপ্ন ছিল বড় হয়ে অনেক টাকা কামাই করবে। তারপর দুই বোনকে বিয়ে দেওয়ার আগে আমাকে ভিক্ষা করা থেকে ফেরাবে। কিন্তু তার আগেই তো চলে গেল। এখন আমাগো কি হবে? ওকে নিয়ে তো আমাগো অনেক আশা-ভরসা ছিল। আমরা ওকে ছাড়া কীভাবে বাঁচব।’

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ছেলেটি ট্রলির গাড়ির হেলপার ছিল। ইট নামানোর সময় ওই গাড়ি উল্টে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত