নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেপ্টেম্বরে থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার (২১ আগস্ট) রাজধানীর কল্যাণপুর এলাকায় ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কর্মসূচিতে গিয়ে মেয়র এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মশক নিধন কর্মসূচিকে আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে। সকল সুপারভাইজার ও কর্মকর্তাদের নিয়ে সেমিনার করতে যাচ্ছি। মাঠ পর্যায়ে মশক কর্মীদের নিয়ে দরবার করবো। প্রত্যেক অঞ্চলে অঞ্চলে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মীরা তাদের উপস্থিতি নিশ্চিত করতে সেপ্টেম্বর থেকে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিতে পারবে।’
মেয়র আতিকুল ইসলাম এ সময় এডিস মশার লার্ভার খোঁজে কল্যাণপুরের বিভিন্ন বাসা বাড়ির ছাদে যান, খোঁজ নেন ছাদের টবে পানি জমে আছে কিনা।
ডিএনসিসির মেয়র বলেন, ‘আমরা আজকে ১০–১৫টা বাড়ির ছাদে গিয়েছি। মাত্র একটা বাড়ির ছাদে জমা পানিতে লার্ভা পেয়েছি। আমরা সামাজিক আন্দোলন শুরু করেছি। কর্মসূচি দিয়ে আমরা কিন্তু ঘরে বসে নেই। এর সুফল নগরবাসী পাচ্ছে। আমি মনে করি এই আন্দোলনের ডেঙ্গু রোগের হার অনেক কমে এসেছে। আরও বেশি নিয়ন্ত্রণ হবে, যখন সব মানুষ এগিয়ে আসবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।’
সামনে কিউলেস মশার আশঙ্কার কথা জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের অনেক খালি জায়গা আছে, প্রত্যেক আঞ্চলিক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি খালি জায়গা, জলাশয়ের তালিকা করার জন্য, সামনে কিন্তু কিউলেস মশা আসছে। খালি জমি ও জলাশয় যাদের আছে তাদের আমরা চিঠি দেব, তাদের দায়িত্ব এটা পরিষ্কার করা। আমরা কিউলেস মশা বিষয়ে আগাম প্রস্তুতি নিচ্ছি। শহরকে যত বেশি পরিষ্কার রাখতে পারব, মশা তত বেশি নিয়ন্ত্রণে থাকবে।’
সেপ্টেম্বরে থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার (২১ আগস্ট) রাজধানীর কল্যাণপুর এলাকায় ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কর্মসূচিতে গিয়ে মেয়র এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মশক নিধন কর্মসূচিকে আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে। সকল সুপারভাইজার ও কর্মকর্তাদের নিয়ে সেমিনার করতে যাচ্ছি। মাঠ পর্যায়ে মশক কর্মীদের নিয়ে দরবার করবো। প্রত্যেক অঞ্চলে অঞ্চলে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মীরা তাদের উপস্থিতি নিশ্চিত করতে সেপ্টেম্বর থেকে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিতে পারবে।’
মেয়র আতিকুল ইসলাম এ সময় এডিস মশার লার্ভার খোঁজে কল্যাণপুরের বিভিন্ন বাসা বাড়ির ছাদে যান, খোঁজ নেন ছাদের টবে পানি জমে আছে কিনা।
ডিএনসিসির মেয়র বলেন, ‘আমরা আজকে ১০–১৫টা বাড়ির ছাদে গিয়েছি। মাত্র একটা বাড়ির ছাদে জমা পানিতে লার্ভা পেয়েছি। আমরা সামাজিক আন্দোলন শুরু করেছি। কর্মসূচি দিয়ে আমরা কিন্তু ঘরে বসে নেই। এর সুফল নগরবাসী পাচ্ছে। আমি মনে করি এই আন্দোলনের ডেঙ্গু রোগের হার অনেক কমে এসেছে। আরও বেশি নিয়ন্ত্রণ হবে, যখন সব মানুষ এগিয়ে আসবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।’
সামনে কিউলেস মশার আশঙ্কার কথা জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের অনেক খালি জায়গা আছে, প্রত্যেক আঞ্চলিক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি খালি জায়গা, জলাশয়ের তালিকা করার জন্য, সামনে কিন্তু কিউলেস মশা আসছে। খালি জমি ও জলাশয় যাদের আছে তাদের আমরা চিঠি দেব, তাদের দায়িত্ব এটা পরিষ্কার করা। আমরা কিউলেস মশা বিষয়ে আগাম প্রস্তুতি নিচ্ছি। শহরকে যত বেশি পরিষ্কার রাখতে পারব, মশা তত বেশি নিয়ন্ত্রণে থাকবে।’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিন দিনে ৫টি পৃথক অভিযানে কোটি টাকার মালামাল ও যানবাহন জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশী রাবার, বাইসাইকেল, ট্রাক এবং কাভার্ড ভ্যান।
২ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১০ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
৪ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
৫ ঘণ্টা আগে