গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে নির্বাচিত ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। গুলিবিদ্ধ ১১ জনসহ আহত ১৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পার চন্দ্র দীঘলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় ওই এলাকার বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ মিঠুন মোল্লাকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ হয়ে অন্য আহতরা হলেন—নাসির মোল্লা (৪০), তুহিন মোল্লা (৩০), হেমায়েত মোল্লা (৫০), সুজন মোল্লা (২৮), মো. বুলবুল মোল্লা (২৬), মিরাজ শেখ (৫২), মাসুদ মোল্লা (৩০), রবিউল মোল্লা (৩৫), ছাবের মোল্লা (২২), রমজান মোল্লা (২৮), তুষার মোল্লা (২০), মশিউর শেখ (৩৫), রাসেল শেখ (২০) ও উজ্জ্বল শেখ (১৮)। এ ঘটনায় আহতরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের নির্বাচন গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান রানা মোল্লা ও পরাজিত প্রার্থী শেখ আবেদ আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গতকাল সোমবার সকালে রানা চেয়ারম্যানের সমর্থক মুরাদ শেখ ও তাঁর ছেলে রিয়াজ শেখকে প্রতিপক্ষের লোকজন মারধর করে। এতে মুরাদ শেখের হাত ভেঙে যায়। এ ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজন মঙ্গলবার ভোর ৬টায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গুলিবর্ষণ এবং বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, ‘হাসপাতালে ভর্তি ১৪ জনের মধ্যে ১১ জন গুলিবিদ্ধ। এদের শরীরে ছররা গুলি পাওয়া গেছে। গুলিবিদ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।’
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ মাসুদ মোল্লা অভিযোগ করে বলেন, ‘গুলিবিদ্ধ আরও চারজন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। শেখ আবেদ আলীর সমর্থকেরা গুলি বর্ষণ করেছে।’
সাবেক চেয়ারম্যান আবেদ শেখ বলেন, ‘বর্তমান চেয়ারম্যান রানা মোল্লা চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকায় দলবাজি শুরুর মাধ্যমে গ্রামের লোকদের দ্বিধাবিভক্ত করে দিয়েছেন। এলাকায় এই দ্বন্দ্ব মেটানোর জন্য বারবার বর্তমান চেয়ারম্যানকে অনুরোধ করা হলেও তিনি তাতে সাড়া দেননি।’ তিনি আরও বলেন, সংঘর্ষ চলাকালে দু-তানটি বাড়িতে ভাঙচুর এবং একটি বড় দোকানে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
অন্যদিকে, বর্তমান চেয়ারম্যান রানা মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আপাতত মন্তব্য না করে বলেন, ‘আমি এসে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলব।’
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ‘শুকতাইল ইউনিয়নের পার চর চন্দ্র দীঘলিয়া গ্রামে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
গোপালগঞ্জে নির্বাচিত ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। গুলিবিদ্ধ ১১ জনসহ আহত ১৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পার চন্দ্র দীঘলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় ওই এলাকার বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ মিঠুন মোল্লাকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ হয়ে অন্য আহতরা হলেন—নাসির মোল্লা (৪০), তুহিন মোল্লা (৩০), হেমায়েত মোল্লা (৫০), সুজন মোল্লা (২৮), মো. বুলবুল মোল্লা (২৬), মিরাজ শেখ (৫২), মাসুদ মোল্লা (৩০), রবিউল মোল্লা (৩৫), ছাবের মোল্লা (২২), রমজান মোল্লা (২৮), তুষার মোল্লা (২০), মশিউর শেখ (৩৫), রাসেল শেখ (২০) ও উজ্জ্বল শেখ (১৮)। এ ঘটনায় আহতরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের নির্বাচন গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান রানা মোল্লা ও পরাজিত প্রার্থী শেখ আবেদ আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গতকাল সোমবার সকালে রানা চেয়ারম্যানের সমর্থক মুরাদ শেখ ও তাঁর ছেলে রিয়াজ শেখকে প্রতিপক্ষের লোকজন মারধর করে। এতে মুরাদ শেখের হাত ভেঙে যায়। এ ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজন মঙ্গলবার ভোর ৬টায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গুলিবর্ষণ এবং বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, ‘হাসপাতালে ভর্তি ১৪ জনের মধ্যে ১১ জন গুলিবিদ্ধ। এদের শরীরে ছররা গুলি পাওয়া গেছে। গুলিবিদ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।’
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ মাসুদ মোল্লা অভিযোগ করে বলেন, ‘গুলিবিদ্ধ আরও চারজন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। শেখ আবেদ আলীর সমর্থকেরা গুলি বর্ষণ করেছে।’
সাবেক চেয়ারম্যান আবেদ শেখ বলেন, ‘বর্তমান চেয়ারম্যান রানা মোল্লা চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকায় দলবাজি শুরুর মাধ্যমে গ্রামের লোকদের দ্বিধাবিভক্ত করে দিয়েছেন। এলাকায় এই দ্বন্দ্ব মেটানোর জন্য বারবার বর্তমান চেয়ারম্যানকে অনুরোধ করা হলেও তিনি তাতে সাড়া দেননি।’ তিনি আরও বলেন, সংঘর্ষ চলাকালে দু-তানটি বাড়িতে ভাঙচুর এবং একটি বড় দোকানে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
অন্যদিকে, বর্তমান চেয়ারম্যান রানা মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আপাতত মন্তব্য না করে বলেন, ‘আমি এসে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলব।’
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ‘শুকতাইল ইউনিয়নের পার চর চন্দ্র দীঘলিয়া গ্রামে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে