Ajker Patrika

গোপালগঞ্জে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ ১১, আহত অন্তত ২৫ 

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৬: ১৩
গোপালগঞ্জে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ ১১, আহত অন্তত ২৫ 

গোপালগঞ্জে নির্বাচিত ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। গুলিবিদ্ধ ১১ জনসহ আহত ১৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পার চন্দ্র দীঘলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এ সময় ওই এলাকার বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

গুলিবিদ্ধ মিঠুন মোল্লাকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ হয়ে অন্য আহতরা হলেন—নাসির মোল্লা (৪০), তুহিন মোল্লা (৩০), হেমায়েত মোল্লা (৫০), সুজন মোল্লা (২৮), মো. বুলবুল মোল্লা (২৬), মিরাজ শেখ (৫২), মাসুদ মোল্লা (৩০), রবিউল মোল্লা (৩৫), ছাবের মোল্লা (২২), রমজান মোল্লা (২৮), তুষার মোল্লা (২০), মশিউর শেখ (৩৫), রাসেল শেখ (২০) ও উজ্জ্বল শেখ (১৮)। এ ঘটনায় আহতরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের নির্বাচন গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান রানা মোল্লা ও পরাজিত প্রার্থী শেখ আবেদ আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গতকাল সোমবার সকালে রানা চেয়ারম্যানের সমর্থক মুরাদ শেখ ও তাঁর ছেলে রিয়াজ শেখকে প্রতিপক্ষের লোকজন মারধর করে। এতে মুরাদ শেখের হাত ভেঙে যায়। এ ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজন মঙ্গলবার ভোর ৬টায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গুলিবর্ষণ এবং বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

গোপালগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, ‘হাসপাতালে ভর্তি ১৪ জনের মধ্যে ১১ জন গুলিবিদ্ধ। এদের শরীরে ছররা গুলি পাওয়া গেছে। গুলিবিদ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।’ 
 
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ মাসুদ মোল্লা অভিযোগ করে বলেন, ‘গুলিবিদ্ধ আরও চারজন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। শেখ আবেদ আলীর সমর্থকেরা গুলি বর্ষণ করেছে।’ 

সাবেক চেয়ারম্যান আবেদ শেখ বলেন, ‘বর্তমান চেয়ারম্যান রানা মোল্লা চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকায় দলবাজি শুরুর মাধ্যমে গ্রামের লোকদের দ্বিধাবিভক্ত করে দিয়েছেন। এলাকায় এই দ্বন্দ্ব মেটানোর জন্য বারবার বর্তমান চেয়ারম্যানকে অনুরোধ করা হলেও তিনি তাতে সাড়া দেননি।’ তিনি আরও বলেন, সংঘর্ষ চলাকালে দু-তানটি বাড়িতে ভাঙচুর এবং একটি বড় দোকানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। 

অন্যদিকে, বর্তমান চেয়ারম্যান রানা মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আপাতত মন্তব্য না করে বলেন, ‘আমি এসে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলব।’ 

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ‘শুকতাইল ইউনিয়নের পার চর চন্দ্র দীঘলিয়া গ্রামে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত