Ajker Patrika

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে ডেইলি স্টার সম্পাদকের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২২, ১৯: ৩৬
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে ডেইলি স্টার সম্পাদকের ব্যাখ্যা

দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম তাঁকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে প্রেরিত এই ব্যাখ্যায় মাহফুজ আনাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৮ মে বুধবার দেওয়া বক্তব্যে আমাকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “… ড. ইউনূস এবং যেটা আমরা শুনেছি--মাহফুজ আনাম। তারা আমেরিকা চলে যায়, স্টেট ডিপার্টমেন্টে যায়, হিলারির কাছে ই-মেইল পাঠায়। যা হোক...ওয়ার্ল্ড ব্যাংকের মিস্টার জোয়েলিক যিনি প্রেসিডেন্ট ছিলেন তাঁর শেষ কর্মদিবসে, কোনো বোর্ড সভায় না, পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়”।’ 

মাহফুজ আনাম বলেন, ‘এ ধরনের উদ্দেশ্য নিয়ে কখনো যুক্তরাষ্ট্র সফরে যাইনি, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাইনি, কখনো হিলারি ক্লিনটনকে কোনো ই-মেইল পাঠাইনি, ওয়াশিংটনে বা বিশ্বের অন্য কোনো জায়গায় বা শহরে পদ্মা সেতুর অর্থায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কোনো বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে কোনো ধরনের বৈঠক বা যোগাযোগ করিনি।’

দ্য ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘তাঁর বিষয়ে করা এ মন্তব্য তথ্যভিত্তিক নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত