Ajker Patrika

ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াবাড়ী গ্রামে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে তিন ভাইসহ অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা হয়েছে। নিহতের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে আজ শুক্রবার শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। হত্যার শিকার সুলতান পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা ও শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সজিব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার পরপরই আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।’ 

মালায় অভিযুক্তরা হলেন উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মো. মোশাররফ হোসেন (৫০), তার ভাই দানেছ (৪৩), সোহেল (৪০) সহ অজ্ঞাতনামা ৭ জন। 

মামলার এজাহারে বলা হয়, সুলতানকে গত বুধবার রাত ২টার দিকে ডাকাত সন্দেহে আটক করে অভিযুক্ত মোশাররফের বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে নির্মম নির্যাতনে গুরুতর জখম করা হয়।  পরের দিন গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুলতান মারা যান। নিহতের মাথায় গুরুতর ক্ষত এবং কোমরের নীচ থেকে দুই পায়ের গোড়ালি পর্যন্ত অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। 

মামলার বাদী রিনা খাতুন বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা আমার স্বামীকে পরিকল্পিতভাবে ডাকাতির নাটক সাজিয়ে নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করেছে। আমার স্বামী প্রাণে বাঁচার জন্য আকুতি জানালেও কেউ তাঁকে রক্ষা করেননি। শুনেছি তিনি পানি চেয়েছিলেন। তাঁকে একফোঁটা পানিও দেওয়া হয়নি। যাঁরা নির্দয়ভাবে পিটিয়ে আমার স্বামীকে হত্যা করেছেন আমি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত