গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে বেদেপল্লিতে ঘুঘু, শালিক, বকসহ বিভিন্ন পাখি ধরে খাওয়া হয়। উপজেলার ভূঞাপুর–তারাকান্দি সড়কের পশ্চিমে যমুনা নদীর তীরে শাখারিয়া এলাকায় সম্প্রতি অস্থায়ী বসতি গড়া বেদেপল্লিতে এ দৃশ্য দেখা যায়।
গতকাল রোববার বিকেলে বেদেপল্লি ঘুরে দেখা গেছে, ১০ দিন আগে ১৫–২০টি বেদে পরিবার অস্থায়ী ছাউনি তুলে আস্তানা গেড়েছে। প্রতিটি ছাউনির সামনে মাটির চুলায় চলছে রান্নার প্রস্তুতি। কেউ সাপ দেখভালে ব্যস্ত। কেউ শিকার করে আনা পাখির মাংস কেটে রান্নার জন্য প্রস্তুত করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেদে সম্প্রদায়ের এক ব্যক্তি জানান, তাঁদের মধ্যে একটি গ্রুপের কাজ বাটুল দিয়ে পাখি শিকার করা। তাঁদের কাছ থেকে অন্য বেদেরা পাখি কিনে নিয়ে রান্না করে খায়।
শিকার করা ঘুঘু ও শালিক পাখি কাটার দৃশ্যের ভিডিও ধারণ করতে গেলে ও পাখি নিধন দণ্ডনীয় অপরাধ জানালে ক্ষিপ্ত হয়ে বেদে সম্প্রদায়ের এক ব্যক্তি বলেন, ‘আমরা গরিব মানুষ এগুলো কিনে এনেছি, যারা এগুলো শিকার করেছে—তাদের পারলে কিছু করেন।’
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘পাখি নিধন করা দণ্ডনীয় অপরাধ, এখনই সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানাচ্ছি—তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসফিয়া সিরাত মোবাইল ফোনে বলেন, ‘বিষয়টি প্রথম আপনার কাছে জানলাম। বেদেপল্লিতে পাখি নিধন বন্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের গোপালপুরে বেদেপল্লিতে ঘুঘু, শালিক, বকসহ বিভিন্ন পাখি ধরে খাওয়া হয়। উপজেলার ভূঞাপুর–তারাকান্দি সড়কের পশ্চিমে যমুনা নদীর তীরে শাখারিয়া এলাকায় সম্প্রতি অস্থায়ী বসতি গড়া বেদেপল্লিতে এ দৃশ্য দেখা যায়।
গতকাল রোববার বিকেলে বেদেপল্লি ঘুরে দেখা গেছে, ১০ দিন আগে ১৫–২০টি বেদে পরিবার অস্থায়ী ছাউনি তুলে আস্তানা গেড়েছে। প্রতিটি ছাউনির সামনে মাটির চুলায় চলছে রান্নার প্রস্তুতি। কেউ সাপ দেখভালে ব্যস্ত। কেউ শিকার করে আনা পাখির মাংস কেটে রান্নার জন্য প্রস্তুত করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেদে সম্প্রদায়ের এক ব্যক্তি জানান, তাঁদের মধ্যে একটি গ্রুপের কাজ বাটুল দিয়ে পাখি শিকার করা। তাঁদের কাছ থেকে অন্য বেদেরা পাখি কিনে নিয়ে রান্না করে খায়।
শিকার করা ঘুঘু ও শালিক পাখি কাটার দৃশ্যের ভিডিও ধারণ করতে গেলে ও পাখি নিধন দণ্ডনীয় অপরাধ জানালে ক্ষিপ্ত হয়ে বেদে সম্প্রদায়ের এক ব্যক্তি বলেন, ‘আমরা গরিব মানুষ এগুলো কিনে এনেছি, যারা এগুলো শিকার করেছে—তাদের পারলে কিছু করেন।’
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘পাখি নিধন করা দণ্ডনীয় অপরাধ, এখনই সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানাচ্ছি—তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসফিয়া সিরাত মোবাইল ফোনে বলেন, ‘বিষয়টি প্রথম আপনার কাছে জানলাম। বেদেপল্লিতে পাখি নিধন বন্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৮ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৪ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ মিনিট আগে