Ajker Patrika

রায়পুরায় বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: গুলিবিদ্ধ ১২, টেটাবিদ্ধ ২

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: গুলিবিদ্ধ ১২, টেটাবিদ্ধ ২

নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ ও ২ জন টেটাবিদ্ধ হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপের মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত মাসে এ নিয়ে একাধিকবার ধাওয়া পাল্টাসহ উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটে ঘটনা ঘটে। আজ সোমবার সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বার এর গ্রুপ নলবাটা গ্রামে এসে গোলজার গ্রুপের ওপর হামলা চালান।

এ সময় নলাবাটা গ্রামের ১২ জন ছিটা গুলি ও ২ জন টেটাবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনেরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদ মিয়া জানান, সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত