Ajker Patrika

রোববার থেকে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোববার থেকে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি

আগামীকাল থেকে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। প্রতিটি ফটকেই থাকবে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী। এ ছাড়া প্রায় সবখানেই লাগানো হবে সিসিটিভি। নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং করলে নেওয়া হবে ব্যবস্থা। আজ শনিবার বিভিন্ন স্থান পরিদর্শনের পর সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন। 

সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈঠকের বিষয়ে উল্লেখ করে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘প্রধান বিচারপতি নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আমরা বারের সভাপতি এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। তবে আইনজীবী ও বিচারপ্রার্থীরা যাতে প্রবেশের ক্ষেত্রে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হবে।’ 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটক সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ থাকবে এবং মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে। আর জাজেস স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মসজিদ গেট বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে। তবে বার কাউন্সিল সংলগ্ন গেট দিয়ে গাড়ি শুধু বের হতে পারবে, ভেতরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া বাংলা একাডেমির বিপরীত পাশের গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। 

গত বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের নেতা-কর্মীদের পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগ। হামলার শিকার হন কয়েকজন আইনজীবী এবং তাঁদের সহকারীরাও। পাশাপাশি আইনজীবী তৈমুর আলম খন্দকারের গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ ছাড়া নিরাপত্তা নিয়ে বৈঠক করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত