Ajker Patrika

শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১১: ০২
শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে সুবর্ণা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামের একটি বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফুরকান খান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার (১৯) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রুদ্রগাঁও গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। তাঁর স্বামীর নাম আসিফ মিয়া। 

প্রতিবেশী রুবেল মিয়া জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি লেগে থাকত। গতকাল বুধবার রাতেও ঝগড়া হয়। পরে স্বামী ঘর থেকে বের হয়ে যায়। প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা আটকানো দেখতে পান। সন্দেহ হলে দরজা ভাঙ হয়। তখন ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপপরিদর্শক ফুরকান খান বলেন, স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত