Ajker Patrika

পেটে থাকলে পিঠে সয়—এটাই প্রধানমন্ত্রীর স্বপ্ন: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১০: ০১
পেটে থাকলে পিঠে সয়—এটাই প্রধানমন্ত্রীর স্বপ্ন: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পেটে থাকলে পিঠে সয়—এটাই প্রধানমন্ত্রীর স্বপ্ন। তাই সরকার সারের দাম কমিয়েছে। ১৪ বছরে এক টাকা দাম বাড়ায়নি। ১০৫ টাকা কেজি ইউরিয়া সার বিদেশ থেকে আমদানি করে সস্তায় কৃষকের কাছে ভর্তুকি দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য। আজ একজন মানুষও না খেয়ে মারা যায় না। বরং উন্নয়নের বিপ্লব ঘটেছে।’ 

আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি থেকে বেদুরিয়া রাস্তা পাকা করার কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির শাসনামলে মানুষ না খেয়ে মারা গেছে। সন্ত্রাসের কারণে শান্তিতে থাকতে পারেনি। বর্তমানে বাংলাদেশে চারদিকে উন্নয়নের জোয়ার বইছে। চলতি বছর শুধু শোলাকুড়ি ইউনিয়নেই ২২ কোটি টাকার উন্নয়নকাজ চলছে। ভবিষ্যতেও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইয়াকুব আলী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান সরকার, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন, ডা. মীর ফরহাদুল আলম মনিসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত