নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘আনলকড’ দরজা নিয়ে রানওয়েতে চলতে শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। উড্ডয়নের আগমুহূর্তে গতি কমিয়ে উড়োজাহাজটি ফিরে আসে হ্যাঙ্গারের সামনে। ঘোষণা দেওয়া হয়, উড়োজাহাজটির মাঝখানের দুটি দরজা আনলকড দেখাচ্ছে। বিমানের প্রকৌশলীরা ত্রুটি সারানোর পর প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা করে ফ্লাইটটি।
গতকাল বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পাইলট উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় দরজা আনলকড থাকার ইন্ডিকেশন পান। বিমান নিয়ে ফেরার পর ইঞ্জিনিয়াররা দেখেছেন। এরপর সামান্য ত্রুটি সারিয়ে বিকেল ৫টা ৪৭ মিনিটে ফ্লাইটটি উড়ে গেছে। এতে ফ্লাইট এক ঘণ্টার মতো বিলম্ব হয়।’
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে কাতারের দোহা যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–১২৫ ফ্লাইটটি। গতকাল বিকেলে সেই সূচি ধরে শাহজালালের রানওয়ে ধরে ছুটছিল বোয়িং ৭৩৭–৮ মডেলের উড়োজাহাজটি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ওই ফ্লাইটের যাত্রী, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তাঁর পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, পেছনে থাকা জরুরি বহির্গমন দরজার গ্লাস ঠিকঠাক করছেন বিমানের প্রকৌশলীরা। যাত্রীরা উড়োজাহাজের ভেতর বসে আছেন। সে সময় এসি বন্ধ থাকায় প্রচণ্ড গরমে যাত্রীদের হাঁসফাঁস করার কথাও জানান ওই ব্যবসায়ী নেতা।
সমস্যা সমাধান করায় পাইলটকে ধন্যবাদ দিলেও বাংলাদেশ বিমানে ভ্রমণের অভিজ্ঞতা ভালো না বলে মন্তব্য করে মোহাম্মদ হাতেম লেখেন, ‘এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বাংলাদেশ বিমানে ভ্রমণ করা হয়েছে। একবার হজে যাওয়া হয়েছে। কিন্তু আজকে যখন সাধারণ যাত্রী হিসেবে ভ্রমণ করলাম, তখন অভিজ্ঞতাটা ভালো হলো না। মাঝে মাঝেই বিমান নিয়ে এমন খারাপ অভিজ্ঞতার কথা শুনি অন্য যাত্রীদের কাছে। আজকে নিজেই ভুক্তভোগী।’
‘আনলকড’ দরজা নিয়ে রানওয়েতে চলতে শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। উড্ডয়নের আগমুহূর্তে গতি কমিয়ে উড়োজাহাজটি ফিরে আসে হ্যাঙ্গারের সামনে। ঘোষণা দেওয়া হয়, উড়োজাহাজটির মাঝখানের দুটি দরজা আনলকড দেখাচ্ছে। বিমানের প্রকৌশলীরা ত্রুটি সারানোর পর প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা করে ফ্লাইটটি।
গতকাল বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পাইলট উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় দরজা আনলকড থাকার ইন্ডিকেশন পান। বিমান নিয়ে ফেরার পর ইঞ্জিনিয়াররা দেখেছেন। এরপর সামান্য ত্রুটি সারিয়ে বিকেল ৫টা ৪৭ মিনিটে ফ্লাইটটি উড়ে গেছে। এতে ফ্লাইট এক ঘণ্টার মতো বিলম্ব হয়।’
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে কাতারের দোহা যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–১২৫ ফ্লাইটটি। গতকাল বিকেলে সেই সূচি ধরে শাহজালালের রানওয়ে ধরে ছুটছিল বোয়িং ৭৩৭–৮ মডেলের উড়োজাহাজটি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ওই ফ্লাইটের যাত্রী, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তাঁর পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, পেছনে থাকা জরুরি বহির্গমন দরজার গ্লাস ঠিকঠাক করছেন বিমানের প্রকৌশলীরা। যাত্রীরা উড়োজাহাজের ভেতর বসে আছেন। সে সময় এসি বন্ধ থাকায় প্রচণ্ড গরমে যাত্রীদের হাঁসফাঁস করার কথাও জানান ওই ব্যবসায়ী নেতা।
সমস্যা সমাধান করায় পাইলটকে ধন্যবাদ দিলেও বাংলাদেশ বিমানে ভ্রমণের অভিজ্ঞতা ভালো না বলে মন্তব্য করে মোহাম্মদ হাতেম লেখেন, ‘এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বাংলাদেশ বিমানে ভ্রমণ করা হয়েছে। একবার হজে যাওয়া হয়েছে। কিন্তু আজকে যখন সাধারণ যাত্রী হিসেবে ভ্রমণ করলাম, তখন অভিজ্ঞতাটা ভালো হলো না। মাঝে মাঝেই বিমান নিয়ে এমন খারাপ অভিজ্ঞতার কথা শুনি অন্য যাত্রীদের কাছে। আজকে নিজেই ভুক্তভোগী।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৯ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩৪ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৯ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে