জাবি প্রতিনিধি
‘সবুজ ক্যাম্পাস’ বলে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে গাছে ফোটা নতুন কুড়ি আর নানা রঙের বাহারি ফুল জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। শীতের আড়মোড়া ভেঙ্গে রুক্ষতা বিদায় করে পলাশের রক্তিম রঙে রঙিন হয়ে উঠছে প্রকৃতি। পাতা ঝরা শীতকে সময়ের পূর্বেই বিদায় দিয়ে নতুনরূপে সেজেছে প্রকৃতি।
শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার রঙিন ফুলে বসন্তের সুবাস বইছে জাহাঙ্গীরনরে। শীতের আমেজ মুছে গিয়ে প্রকৃতির রঙিন সজ্জায় শীতের রুক্ষতা কেটে যাচ্ছে ধীরে ধীরে। বসন্তদূত কোকিলের অবিরাম কুহু ডাক সবার কানে কানে বলে যায় বসন্তের আগমনী বার্তা। হলদে শাড়ি আর খোঁপায় গোঁজা ফুলে তরুণী-যুবতীরা ব্যস্ত বসন্ত বরণে।
আসছে রবিবার শুরু হতে যাচ্ছে ঋতুরাজ বসন্তের প্রথম মাস ফাল্গুন।
ক্যাম্পাস ইতিমধ্যে সেজে উঠেছে বাসন্তী সাজে। বসন্ত বরণে প্রস্তুত ক্যাম্পাসের শিক্ষার্থীরাও। তাঁরা জানান, প্রকৃতির এমন অপরূপ প্রাকৃতিক লীলা দেখে বার বার বলতে ইচ্ছা করে বসন্ত এসে গেছে। ক্যাম্পাসে যখন বসন্তের আগমন ঘটে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার ব্রান্ড পরিচয় ‘সবুজ ক্যাম্পাস’ হিসেবে পরিপূর্ণ হয়। বৃক্ষ সবুজের সমারোহে সেজে উঠছে। পরিবেশের চারদিকে ছড়িয়ে দিচ্ছে বাসন্তী রঙের উৎসবের আবির। মৌমাছির গুঞ্জরণ আর ছুটে বেড়ানো পাখির কলরবে প্রকৃতিও সুমধুর গান গেয়ে চলেছে। প্রকৃতি যেন অপেক্ষাই করছিল এই সময়ের জন্য।’
অতিথি পাখিরা ফিরে গেছে নিজেদের নীড়ে। লেকগুলো দখল করেছে রক্তিম শাপলার দল।
প্রকৃতিপ্রেমীরা বলছেন, চাদর মুড়ি দিয়ে আসে শীতে শিশিরের কণাগুলো যেন ঘাসে মিশে হীরার প্রতিরূপে সেজে উঠে। শীতের তীব্রতা কমে আসতে শুরু করে সময়ের ব্যবধানে। শীতের বিদায়কালে প্রকৃতি নতুনরূপে সেজে উঠার তাড়া শুরু করে। বৃক্ষের পাতা ঝরে জায়গা করে দেয় নতুন কুড়িকে। ঝরে যাওয়া পাতাগুলোর মরমর আওয়াজ শ্রুতি মধুর হয়ে উঠে। মৌ মৌ সুভাস ভেসে বেড়ায় চারদিক, জানিয়ে দেয় বসন্তের আগমনী বার্তা।
বসন্ত মানেই কবিতা ও রঙের খেলা। ‘হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। বসন্ত বরিয়া লবেনা তব বন্দনায়?’
কবির ভাষ্যমতে, ‘বসন্ত এলো যে ধরায়, উদাসী কোকিলের সুর মন ভরায়, কৃষ্ণচূড়ায় রাজপথ সাজে সঙ্গীতের কলতান কানে বাজে।’
‘সবুজ ক্যাম্পাস’ বলে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে গাছে ফোটা নতুন কুড়ি আর নানা রঙের বাহারি ফুল জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। শীতের আড়মোড়া ভেঙ্গে রুক্ষতা বিদায় করে পলাশের রক্তিম রঙে রঙিন হয়ে উঠছে প্রকৃতি। পাতা ঝরা শীতকে সময়ের পূর্বেই বিদায় দিয়ে নতুনরূপে সেজেছে প্রকৃতি।
শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার রঙিন ফুলে বসন্তের সুবাস বইছে জাহাঙ্গীরনরে। শীতের আমেজ মুছে গিয়ে প্রকৃতির রঙিন সজ্জায় শীতের রুক্ষতা কেটে যাচ্ছে ধীরে ধীরে। বসন্তদূত কোকিলের অবিরাম কুহু ডাক সবার কানে কানে বলে যায় বসন্তের আগমনী বার্তা। হলদে শাড়ি আর খোঁপায় গোঁজা ফুলে তরুণী-যুবতীরা ব্যস্ত বসন্ত বরণে।
আসছে রবিবার শুরু হতে যাচ্ছে ঋতুরাজ বসন্তের প্রথম মাস ফাল্গুন।
ক্যাম্পাস ইতিমধ্যে সেজে উঠেছে বাসন্তী সাজে। বসন্ত বরণে প্রস্তুত ক্যাম্পাসের শিক্ষার্থীরাও। তাঁরা জানান, প্রকৃতির এমন অপরূপ প্রাকৃতিক লীলা দেখে বার বার বলতে ইচ্ছা করে বসন্ত এসে গেছে। ক্যাম্পাসে যখন বসন্তের আগমন ঘটে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার ব্রান্ড পরিচয় ‘সবুজ ক্যাম্পাস’ হিসেবে পরিপূর্ণ হয়। বৃক্ষ সবুজের সমারোহে সেজে উঠছে। পরিবেশের চারদিকে ছড়িয়ে দিচ্ছে বাসন্তী রঙের উৎসবের আবির। মৌমাছির গুঞ্জরণ আর ছুটে বেড়ানো পাখির কলরবে প্রকৃতিও সুমধুর গান গেয়ে চলেছে। প্রকৃতি যেন অপেক্ষাই করছিল এই সময়ের জন্য।’
অতিথি পাখিরা ফিরে গেছে নিজেদের নীড়ে। লেকগুলো দখল করেছে রক্তিম শাপলার দল।
প্রকৃতিপ্রেমীরা বলছেন, চাদর মুড়ি দিয়ে আসে শীতে শিশিরের কণাগুলো যেন ঘাসে মিশে হীরার প্রতিরূপে সেজে উঠে। শীতের তীব্রতা কমে আসতে শুরু করে সময়ের ব্যবধানে। শীতের বিদায়কালে প্রকৃতি নতুনরূপে সেজে উঠার তাড়া শুরু করে। বৃক্ষের পাতা ঝরে জায়গা করে দেয় নতুন কুড়িকে। ঝরে যাওয়া পাতাগুলোর মরমর আওয়াজ শ্রুতি মধুর হয়ে উঠে। মৌ মৌ সুভাস ভেসে বেড়ায় চারদিক, জানিয়ে দেয় বসন্তের আগমনী বার্তা।
বসন্ত মানেই কবিতা ও রঙের খেলা। ‘হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। বসন্ত বরিয়া লবেনা তব বন্দনায়?’
কবির ভাষ্যমতে, ‘বসন্ত এলো যে ধরায়, উদাসী কোকিলের সুর মন ভরায়, কৃষ্ণচূড়ায় রাজপথ সাজে সঙ্গীতের কলতান কানে বাজে।’
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১২ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৭ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২০ মিনিট আগে