Ajker Patrika

রাজবাড়ীতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

রাজবাড়ীতে আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাই সালাহউদ্দিন খানকে হত্যার দায়ে ছোট ভাই জিলাল খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মো. রুহুল আমীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জিলাল খান বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনপোত্তা গ্রামের হামিদ খানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ জুন সকাল ৬টার দিকে গনপোত্তা গ্রামে গাছের আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাই সালাউদ্দিন খানের সঙ্গে ছোট ভাই জিলাল খানের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে জিলাল খান ধারালো দা দিয়ে বড় ভাইয়ের গলায় কোপ দেয়। দায়ের কোপে আহত সালাউদ্দিন খানকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘হত‍্যাকান্ডের পর থেকেই আসামি জিলাল খান পলাতক ছিলেন। ২০১৭ সালে থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারে পর থেকে তিনি কারাগারে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আদালত দীর্ঘ শুনানি শেষে আজ তার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত