Ajker Patrika

মোঅ্যাবের আহ্বায়ক বাসেত, সদস্যসচিব জসিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মে ২০২৪, ২১: ১৬
মোঅ্যাবের আহ্বায়ক বাসেত, সদস্যসচিব জসিম

মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী বাংলাদেশিদের নিয়ে মালয়েশিয়ান ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (মোঅ্যাব) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল বাসেত মিয়া ও সদস্যসচিব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন।

সম্প্রতি এক অনলাইন মিটিংয়ে এই কমিটি গঠন করা হয়। এ সময় গঠনতন্ত্র প্রণয়নের জন্য তিন সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয়।

বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি ও গবেষণাপ্রতিষ্ঠানে অবস্থানরত অ্যালামনাইদের মধ্যে সেতুবন্ধ তৈরি করে মালয়েশিয়ান হাইকমিশনের সহযোগিতায় মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের গবেষণার উন্নয়নে কাজ করতে মোঅ্যাব গঠন করা হয়।

সভায় ২১ সদস্যের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন গম গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আব্দুল লতিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পারভেজ আনোয়ার, দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মো. সাজ্জাদ হোসেন।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খাঁন, অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাউসার, অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম, ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল এহসান, ড. মো. হারুনুর রশিদ, ড. নাসরিন সুলতানা, ড. কে এম রেজাউল করিম, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. মোহাম্মদ নাদির বিন আলী, ড. মোহাম্মদ আসাদ উল্লাহ ও ড. প্রধান মাহবুব ইবনে সিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত