Ajker Patrika

ডেমরায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ অফিসে গ্রাহকদের বিক্ষোভ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৫৩
ডেমরায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ অফিসে গ্রাহকদের বিক্ষোভ

রাজধানীর ডেমরায় বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ডিপিডিসি অফিসের সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে বিক্ষুব্ধ ব্যক্তিরা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে জড়ো হয়ে সমস্যাগুলো প্রকৌশলীর কাছে তুলে ধরেন। 

সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগীরা জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাকী ও বিএনপি নেতা কাজী জহিরুল ইসলামের নেতৃতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

এ সময় ভুক্তভোগী গ্রাহকদের হট্টগোলে নির্বাহী প্রকৌশলীর কক্ষে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে নির্বাহী প্রকৌশলী তাঁদের বুঝিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। 

গ্রাহকদের দাবির মধ্যে রয়েছে প্রিপেইড মিটারের পরিবর্তে পূর্বের মতো পোস্ট পেইড মিটার সংযোগ, অসংগতিপূর্ণ বিদ্যুৎ বিল, মিটার চার্জ ও অতিরিক্ত চার্জ হতে অব্যাহতিসহ সব অনিয়ম ও ভৌতিক আর্থিক ক্ষতিসাধন থেকে রক্ষা করতে হবে। 

এ সময় হয়রানির শিকার বিক্ষুব্ধ গ্রাহকেরা ডেমরা ডিপিডিসিকে সাত দিনের আলটিমেটাম দেন। 

বিক্ষোভে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী, রসুলবাগ, আদর্শনগর, সানারপাড়, মদানীনগর, নয়াআটি মুক্তিনগর, বাগমারাসহ ডেমরার বিভিন্ন এলাকার কয়েক শ গ্রাহক অংশ নেন। 

এ বিষয়ে ডেমরা ডিপিডিসি অফিসের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, ‘এক দিনের মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত