Ajker Patrika

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৫: ৩২
মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক মোহাম্মদ নিজামউদ্দিন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত নিজামউদ্দিন ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর এলাকার সেকেন্দার আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, পাটুরিয়া থেকে ঢাকাগামী নীলাচল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মুলজান এলাকায় আসামাত্র অপর দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত এবং বাসের ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা ট্রাক থেকে নিহত চালকের লাশ ও বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। 

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, ট্রাকটি উল্টো পথে ঢুকে পড়ায় বাসের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। ট্রাক ও বাস দুটিই জব্দ করা হয়েছে। 

ওসি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত