আজকের পত্রিকা ডেস্ক
সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে ইসমাইল হোসেনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ।
তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। ইসমাইল হোসেনের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত শুনানি শেষে ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. শামসুজ্জামান দিপু।
এর আগে শুক্রবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। এরপর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, সাবেক এই সচিব যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। তিনি কেন বিদেশ যাচ্ছিলেন তা সন্দেহজনক। তাঁর বিরুদ্ধে দেশের কোনো থানায় কোনো মামলা আছে কি না, তা জানার জন্য, তাঁর বিদেশ গমনের উদ্দেশ্য কী তাও জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, সাবেক স্বৈরাচার সরকারের আমলে তিনি একজন প্রভাবশালী সচিব ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে পরবর্তীতে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।
উল্লেখ্য, ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে ইসমাইল হোসেনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ।
তদন্ত কর্মকর্তা এস আই জাহাঙ্গীর ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। ইসমাইল হোসেনের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত শুনানি শেষে ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. শামসুজ্জামান দিপু।
এর আগে শুক্রবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। এরপর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, সাবেক এই সচিব যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। তিনি কেন বিদেশ যাচ্ছিলেন তা সন্দেহজনক। তাঁর বিরুদ্ধে দেশের কোনো থানায় কোনো মামলা আছে কি না, তা জানার জন্য, তাঁর বিদেশ গমনের উদ্দেশ্য কী তাও জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, সাবেক স্বৈরাচার সরকারের আমলে তিনি একজন প্রভাবশালী সচিব ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে পরবর্তীতে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।
উল্লেখ্য, ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে