নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জেলা প্রশাসনের কর্মকর্তাদের ‘বেপরোয়া আচরণে’ ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, ‘স্থানীয় এমপিদের পাত্তা দেন না জেলা প্রশাসনের কর্মকর্তারা। কারও কারও আচরণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরের মতো!’
আজ মঙ্গলবার একটি বাজারের ইজারা সংক্রান্ত রিটের শুনানিকালে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এমন মন্তব্য করেন বলে জানান আইনজীবী তৈমুর আলম খন্দকার।
তৈমুর আলম বলেন, ‘কক্সবাজারের রামুর ব্যবসায়ী নুরুল ইসলাম লিজ নেন গত বছরের ৯ মার্চ। অথচ বুঝিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের ১৮ জানুয়ারি। এর আগে বিষয়টি ডিসিকে বারবার জানানো হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আট মাসে দখল বুঝে না পাওয়ায় কোনো আয় করা সম্ভব হয়নি। যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এরপরই ক্ষতিপূরণ চেয়ে ১৪ ফেব্রুয়ারি রিট করা হয়।’
শুনানি শেষে আদালত ওই বাজারের লিজ দেরিতে বুঝিয়ে দেওয়ায় ইজারাদার নুরুল ইসলামকে কেন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। কক্সবাজারের ডিসি, রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীর আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমলারা নিজের এলাকায় তাঁদের শাসনকর্তা মনে করেন। তাঁরা জমিদার মনে করেন নিজেদেরকে। এর ফলে ভূমিদস্যুরা জমি দখল করে নিচ্ছে। ডিসিদের দায়িত্ব হলো ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা করা, জমি রক্ষা করা। কিন্তু ডিসিরা কোনো ভূমিকা রাখেন না।’
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
জেলা প্রশাসনের কর্মকর্তাদের ‘বেপরোয়া আচরণে’ ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, ‘স্থানীয় এমপিদের পাত্তা দেন না জেলা প্রশাসনের কর্মকর্তারা। কারও কারও আচরণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরের মতো!’
আজ মঙ্গলবার একটি বাজারের ইজারা সংক্রান্ত রিটের শুনানিকালে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এমন মন্তব্য করেন বলে জানান আইনজীবী তৈমুর আলম খন্দকার।
তৈমুর আলম বলেন, ‘কক্সবাজারের রামুর ব্যবসায়ী নুরুল ইসলাম লিজ নেন গত বছরের ৯ মার্চ। অথচ বুঝিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের ১৮ জানুয়ারি। এর আগে বিষয়টি ডিসিকে বারবার জানানো হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আট মাসে দখল বুঝে না পাওয়ায় কোনো আয় করা সম্ভব হয়নি। যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এরপরই ক্ষতিপূরণ চেয়ে ১৪ ফেব্রুয়ারি রিট করা হয়।’
শুনানি শেষে আদালত ওই বাজারের লিজ দেরিতে বুঝিয়ে দেওয়ায় ইজারাদার নুরুল ইসলামকে কেন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। কক্সবাজারের ডিসি, রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীর আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমলারা নিজের এলাকায় তাঁদের শাসনকর্তা মনে করেন। তাঁরা জমিদার মনে করেন নিজেদেরকে। এর ফলে ভূমিদস্যুরা জমি দখল করে নিচ্ছে। ডিসিদের দায়িত্ব হলো ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা করা, জমি রক্ষা করা। কিন্তু ডিসিরা কোনো ভূমিকা রাখেন না।’
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৪ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৮ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে