Ajker Patrika

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ফানুস, থানায় জিডি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২০: ২৪
মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ফানুস, থানায় জিডি

থার্টি ফার্স্ট নাইটে আকাশে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে যাওয়ায় দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এ ঘটনায় তুরাগ থানায় জিডি করেছে কর্তৃপক্ষ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার দুপুরে মেট্রোরেলের নিরাপত্তা বিভাগের মেজর কবির বাদী হয়ে জিডিটি করেন।

এ মেট্রোরেলের নিরাপত্তা প্রধান (সিকিউরিটি ইনচার্জ) মেজর মো. আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটে বিভিন্ন এলাকায় ফানুস ওড়ানো হয়েছে। পরে এসব ফানুসের অংশগুলো মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এবং মেট্রোলাইনের ওপর গিয়ে পড়ে। যার কারণে দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ফানুস সরিয়ে সকাল ১০টার পর ট্রেন চলাচল শুরু করা হয়েছে। এ ঘটনায় মেট্রোরেলের নিরাপত্তা বিভাগ থেকে তুরাগ থানায় একটি জিডি করা হয়েছে।’

তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘তুরাগ থানা এলাকায় ফানুসের ঘটনা ঘটেনি। কিন্তু অন্যান্য এলাকায় ওড়ানো ফানুস মেট্রোরেলে গিয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। যার কারণে অদূর ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, ফানুসের ঘটনটি অবগত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি জিডি করা হয়েছে।’

উল্লেখ্য, মেট্রোরেল উদ্বোধনের পঞ্চম দিনে রোববার (১ জানুয়ারি) সকাল ৮টা থেকে সকাল ১০টা ১৪ মিনিট পর্যন্ত বন্ধ থাকে মেট্রোরেল চলাচল। পরে সকাল সোয়া ১০টায় উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত