নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত্যুর আগে ওই যুবক টিকটকে ১ মিনিট ৩৫ সেকেন্ডের এক ভিডিওতে হামলাকারীর বিচার দাবি করেন।
গতকাল বুধবার ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে পুলিশ ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম স্বদেশ সরকার (২৫)। তিনি ওই গ্রামের স্বপন সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, স্বদেশ সরকারের কাছ থেকে একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখ (২৫) ১৫০ টাকা ধার নেন। গত রোববার বিকেলে টাকা চাইতে গেলে রিয়াজ তাঁকে বেধড়ক মারপিট করেন। পরে স্বদেশ তাঁর টিকটক অ্যাকাউন্টে ১ মিনিট ৩৫ সেকেন্ড একটি ভিডিওতে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘রিয়াজ আমার কাছ থেকে দেড়’শ টাকা নেছে। তার কাছে টাকা চাই। সে টাকা দেয় না। টাকা না দিয়ে আমারে মুখে ও ঘারে ঘুষি মারছে। বাবুর বাজারে সবার সমানে মারছে। কেউ আমার পক্ষে কথাও বলেনি। আমার দুঃখ ওই জায়গায়। পুলিশ, প্রশাসনকে উদ্দেশ্য করে বলছি আমি যেন এই বিচারডা অবশ্যই পাই। এই ভিডিওটা শেয়ার করে দেন, যেন প্রশাসনের নজরে যায়।’
মৃতের বাবা স্বপন সরকার বলেন, ‘আমরা সবাই পাশের বাড়ি নামযজ্ঞানুষ্টানে যাই। বাড়ি ফাঁকা ছিল। রাতে ফিরে দেখি ঘরে দরজা আটকানো। দরজা খুলতে বললে কোনো সাড়া না পেয়ে ভেঙে প্রবেশ করি। তখন দেখি আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আমার ছেলে ঝুলছে। তাকে মারার কারণে সে অভিমানে এ কাজ করেছে। আমি এর বিচার চাই।’
স্বদেশের খালাতো ভাই সঞ্জয় বলেন, ‘আমার খালাতো ভাইকে বাবুর বাজরে প্রকাশ্যে মারধর করার কারণে অভিমানে সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আত্মহত্যার প্ররোচনাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
তবে রিয়াজের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। রিয়াজের বাবা জাকারিয়া শেখের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, ‘মারামারির খবর শুনে ওই দিন আমার ছেলেকে মারধর করেছি। তবে ওই পরিবারের কেউ আমাকে জানাইনি। আমার ছেলে অপরাধ করলে তার যে সাজা হয় হোক। তবে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয়েছে ছয় দিন আগে, সে মারা গেল গতকাল। কী কারণে আত্মহত্যা করেছে বলতে পারি না।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে অদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত্যুর আগে ওই যুবক টিকটকে ১ মিনিট ৩৫ সেকেন্ডের এক ভিডিওতে হামলাকারীর বিচার দাবি করেন।
গতকাল বুধবার ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে পুলিশ ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম স্বদেশ সরকার (২৫)। তিনি ওই গ্রামের স্বপন সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, স্বদেশ সরকারের কাছ থেকে একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখ (২৫) ১৫০ টাকা ধার নেন। গত রোববার বিকেলে টাকা চাইতে গেলে রিয়াজ তাঁকে বেধড়ক মারপিট করেন। পরে স্বদেশ তাঁর টিকটক অ্যাকাউন্টে ১ মিনিট ৩৫ সেকেন্ড একটি ভিডিওতে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘রিয়াজ আমার কাছ থেকে দেড়’শ টাকা নেছে। তার কাছে টাকা চাই। সে টাকা দেয় না। টাকা না দিয়ে আমারে মুখে ও ঘারে ঘুষি মারছে। বাবুর বাজারে সবার সমানে মারছে। কেউ আমার পক্ষে কথাও বলেনি। আমার দুঃখ ওই জায়গায়। পুলিশ, প্রশাসনকে উদ্দেশ্য করে বলছি আমি যেন এই বিচারডা অবশ্যই পাই। এই ভিডিওটা শেয়ার করে দেন, যেন প্রশাসনের নজরে যায়।’
মৃতের বাবা স্বপন সরকার বলেন, ‘আমরা সবাই পাশের বাড়ি নামযজ্ঞানুষ্টানে যাই। বাড়ি ফাঁকা ছিল। রাতে ফিরে দেখি ঘরে দরজা আটকানো। দরজা খুলতে বললে কোনো সাড়া না পেয়ে ভেঙে প্রবেশ করি। তখন দেখি আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আমার ছেলে ঝুলছে। তাকে মারার কারণে সে অভিমানে এ কাজ করেছে। আমি এর বিচার চাই।’
স্বদেশের খালাতো ভাই সঞ্জয় বলেন, ‘আমার খালাতো ভাইকে বাবুর বাজরে প্রকাশ্যে মারধর করার কারণে অভিমানে সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আত্মহত্যার প্ররোচনাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
তবে রিয়াজের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। রিয়াজের বাবা জাকারিয়া শেখের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, ‘মারামারির খবর শুনে ওই দিন আমার ছেলেকে মারধর করেছি। তবে ওই পরিবারের কেউ আমাকে জানাইনি। আমার ছেলে অপরাধ করলে তার যে সাজা হয় হোক। তবে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয়েছে ছয় দিন আগে, সে মারা গেল গতকাল। কী কারণে আত্মহত্যা করেছে বলতে পারি না।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে অদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৫ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে