নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। পথে পথে পুলিশের চেকপোস্টে চলছে তল্লাশি। বাস, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল আরোহীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেছে পুলিশ। তবে এসবের মধ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকায় রওনা হচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা।
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রবেশমুখে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মাতুয়াইল এবং সুলতানা কামাল সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে পুলিশের সতর্ক অবস্থানে দেখা গেছে।
সুলতানা কামাল সেতুর উভয় প্রান্তেই বাড়তি সতর্ক ছিল পুলিশ। প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে ব্যাগ তল্লাশি ও মোবাইল ফোন চেক করেন। সন্দেহজনক কিছু না পেয়ে তাঁকে ছেড়ে দেন।
তল্লাশি থেকে ছাড়া পেয়ে কিছুটা সামনে এগিয়ে মোটরসাইকেল আরোহী এই প্রতিবেদকের কাছে জিজ্ঞাসা করেন তিনি সংবাদকর্মী কিনা। উত্তর পাওয়ার পর হাসিমুখে নাম প্রকাশ না করার শর্তে ওই আরোহী বলেন, ‘আসার আগে মোবাইল চেঞ্জ করে বউয়েরটা নিয়ে আসছি। জানতাম চেক করবে।’ ওই আরোহী জানান তিনি বিএনপি নেতা। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে চলে যান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘প্রতিবার সমাবেশ ঘোষণার পর ঢাকায় যাওয়ার পথে পুলিশ চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ ও নেতা–কর্মীদের অহেতুক হয়রানি করে। বারবার এই অভিজ্ঞতা তৈরি হওয়ায় বিএনপিকর্মীরা জানে কীভাবে ঢাকায় যেতে হয়। তাঁরা আগেও প্রমাণ করেছে এসব গ্রেপ্তার বা তল্লাশি চালিয়ে সফল হওয়া যাবে না।’
ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। পথে পথে পুলিশের চেকপোস্টে চলছে তল্লাশি। বাস, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল আরোহীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেছে পুলিশ। তবে এসবের মধ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকায় রওনা হচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা।
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রবেশমুখে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মাতুয়াইল এবং সুলতানা কামাল সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে পুলিশের সতর্ক অবস্থানে দেখা গেছে।
সুলতানা কামাল সেতুর উভয় প্রান্তেই বাড়তি সতর্ক ছিল পুলিশ। প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে ব্যাগ তল্লাশি ও মোবাইল ফোন চেক করেন। সন্দেহজনক কিছু না পেয়ে তাঁকে ছেড়ে দেন।
তল্লাশি থেকে ছাড়া পেয়ে কিছুটা সামনে এগিয়ে মোটরসাইকেল আরোহী এই প্রতিবেদকের কাছে জিজ্ঞাসা করেন তিনি সংবাদকর্মী কিনা। উত্তর পাওয়ার পর হাসিমুখে নাম প্রকাশ না করার শর্তে ওই আরোহী বলেন, ‘আসার আগে মোবাইল চেঞ্জ করে বউয়েরটা নিয়ে আসছি। জানতাম চেক করবে।’ ওই আরোহী জানান তিনি বিএনপি নেতা। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে চলে যান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘প্রতিবার সমাবেশ ঘোষণার পর ঢাকায় যাওয়ার পথে পুলিশ চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ ও নেতা–কর্মীদের অহেতুক হয়রানি করে। বারবার এই অভিজ্ঞতা তৈরি হওয়ায় বিএনপিকর্মীরা জানে কীভাবে ঢাকায় যেতে হয়। তাঁরা আগেও প্রমাণ করেছে এসব গ্রেপ্তার বা তল্লাশি চালিয়ে সফল হওয়া যাবে না।’
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৬ মিনিট আগে