Ajker Patrika

টঙ্গীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআই এস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। 

বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে শাখা সড়কে প্রথম অবস্থান নেন। পরে শাখা সড়ক থেকে সরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিতে চেষ্টা করলে পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে শ্রমিকেরা এখনো শাখা সড়কে অবস্থান করছেন বলে জানা গেছে।   

কারখানাটিতে কাজ করেন প্রায় ১ হাজার ৩০০ জন শ্রমিক। 

শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকাপুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানাটিতে এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি। এর মাঝে আজ অর্ধেক বেতন পরিশোধের কথা জানায় মালিকপক্ষ। এ নিয়ে সকাল থেকে বেতনের জন্য অপেক্ষা করতে থাকেন শ্রমিকেরা। কিন্তু দুপুর পেরিয়ে বিকেলে হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছিল না। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন শ্রমিকেরা। 

একপর্যায়ে কারখানা থেকে বেড়িয়ে সামনের শাখা সড়কে অবস্থান নেন। এ সময় বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন তারা। পরে পুলিশ গিয়ে তাঁদের বেতনের আশ্বাস দিলেও শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে অবস্থান করেন। 

কারখানা মালিক ইকবাল হোসেনের মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকাগাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। মালিকপক্ষ আজ এপ্রিল মাসের অর্ধেক পাওনা পরিশোধের কথা দিলেও তা পরিশোধ করতে পারছিলেন না। শ্রমিকদের দাবি সম্পূর্ণ এক মাসের বেতন পরিশোধ করতে হবে। এ নিয়ে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত