Ajker Patrika

সাভারে চাঁদাবাজির মামলায় হকার্স লীগ নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে চাঁদাবাজির মামলায় হকার্স লীগ নেতা গ্রেপ্তার

ঢাকার সাভারে ফুটপাতে চাঁদাবাজি, হুমকি ও হয়রানির অভিযোগে আব্দুল কাদির মোল্লা নামে হকার্স লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার রাতে সাভার পৌর এলাকার স্মরণিকা মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কাদির মোল্লা লালমনিরহাট জেলার মৃত গণি মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ হকার্স লীগের সাভার শাখার সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, ‘ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল কাদির মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাভার বাসস্ট্যান্ডে ফুটপাতে চাঁদাবাজি, হয়রানি ও হুমকির একাধিক অভিযোগের তদন্ত চলছে। এ ঘটনায় মডেল থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।’ সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত