Ajker Patrika

আজিমপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৩, ১২: ১২
আজিমপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর আজিমপুরে সড়ক দুর্ঘটনায় সানোয়ার হোসেন (২৬) নামে এক যুবক মারা গেছেন। তিনি দেওয়ান পরিবহনের চালকের সহযোগী বলে জানা গেছে। 

আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান।

সানোয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া দেওয়ান পরিবহনের অন্য একটি বাসের চালকের সহযোগী জাহিদুল ইসলাম জানান, সকালে আজিমপুর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান সানোয়ার আহত অবস্থায় ফুটপাতের ওপর পড়ে আছেন। তখন একটি রিকশা করে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

জাহিদুল জানান, আহত অবস্থায় শুধু নিজের নামটুকু বলতে পেরেছিল সানোয়ার।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই যুবকের পকেটে থাকা জন্মসনদ থেকে জানা যায়, তাঁর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পলাশিয়া গ্রামে। বাবার নাম আক্কাস আলী। মরদেহটি মর্গে রাখা হয়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য লালবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত