সৌগত বসু, ঢাকা
হাতিরঝিল চক্রাকার বাসের রুট বর্ধিত হয়ে কারওয়ান বাজারসংলগ্ন চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) পর্যন্ত চালানোর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে বাস ও ঝিলে চলাচলরত ওয়াটার ট্যাক্সিতে যুক্ত হতে যাচ্ছে র্যাপিড পাসের মাধ্যমে ই-টিকিটিং পদ্ধতি। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হবে এই সুবিধাগুলো। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে গতকাল সোমবার রাতে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিচালক ও ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম আজকের পত্রিকাকে জানান, তাঁরা এমন চিন্তাভাবনা করেছেন। আশা করছেন, চলতি মাসের মধ্যে বাস ও ওয়াটার ট্যাক্সিতে র্যাপিড পাস চালু করবেন।
ধ্রুব আলম জানান, চালুর দিন থেকেই বাসগুলো এফডিসি পর্যন্ত ঘুরে আবার হাতিরঝিলে প্রবেশ করবে। এর ফলে জনসাধারণ মেট্রোরেল থেকে নেমে কারওয়ান বাজার থেকে এসে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও ওয়াটার ট্যাক্সিতে একই কার্ড তথা র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা র্যাপিড পাস ব্যবহার করার জন্য বাসের চারটি কাউন্টার নির্ধারণ করেছি। অন্যদিকে ওয়াটার ট্যাক্সির জন্য দুটি ঘাটে র্যাপিড পাস পদ্ধতি চালু হবে।’
ডিটিসিএ সূত্রে জানা যায়, বাস ও ওয়াটার ট্যাক্সিতে র্যাপিড পাস প্রচলনের অনুমতি পেয়েছে ডিটিসিএ। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। যাঁরা এগুলো অপারেট করবেন, তাঁদের প্রতি শুক্র ও শনিবার প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ছুটির দিনেও প্রশিক্ষণ দেওয়া হবে।
ডিটিসিএ সূত্র আরও জানিয়েছে, শুরুতে সব মিলিয়ে ১০টি মেশিন চালু করা হবে। প্রাথমিকভাবে ওয়াটার বাসের দুটি জেটিতে বা ঘাটে মেশিন বসানো হবে। সেগুলো হলো—এফডিসি ঘাট ও পুলিশ প্লাজা ঘাট। আর বাকি গুদারাঘাট ও রামপুরায় আগামী আগস্টে বসানোর পরিকল্পনা আছে। অন্যদিকে বাসের দশটা কাউন্টারে এর মধ্যে ছয়টিতে মেশিন বসানোর কাজ শুরু করা হচ্ছে। এগুলো হলো—এফডিসি, পুলিশ প্লাজা, রামপুরা ও বাড্ডা কাউন্টার।
এ ছাড়া, ডিটিসিএ বলছে, তাদের আরও মেশিন আছে এবং সেগুলো পর্যায়ক্রমে বউবাজার ও কুনিপাড়া কাউন্টারে বসানো হবে। যাত্রীরা কাউন্টারে গন্তব্য বললে সে অনুযায়ী টিকিট বের হবে। অক্টোবরের মধ্যে ভ্যালিডেটর বাসের ভেতরে লাগানো হবে। তখন কার্ড দিয়ে পাঞ্চ করলেই হবে। ওয়াটার ট্যাক্সির ক্ষেত্রে এন্ট্রি ও এক্সিট পয়েন্টে মেশিন থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পয়েন্ট অব সেল বা পিওএস মেশিন অথবা ‘বাস ভ্যালিডেটরের’ মাধ্যমে ভাড়া আদায় করা হবে। পিওএস মেশিনে ভাড়া আদায় হলে এটি নির্দিষ্ট সময়ের পর তা মালিকের কাছে যাবে। এখানে র্যাপিড পাসের মাধ্যমে আদায়কৃত ভাড়ার সমন্বয় হবে ডিটিসিএর ক্লিয়ারিং হাউসে। এ ছাড়া, উদ্বোধনের দিন থেকে এক মাস সব জেটি ও বাস স্টপে প্রমোশনাল ক্যাম্পেইন চলবে র্যাপিড পাসের। যাত্রীসাধারণ সেখান থেকে র্যাপিড পাস কিনতে ও রিচার্জ করতে পারবেন।
বাসের রুট বর্ধিতকরণ নিয়ে ডিটিসিএ বলছে, হাতিরঝিলের চক্রাকার বাসের রুট পারমিট এফডিসি পর্যন্ত আগে থেকেই নেওয়া আছে। এটিকে কারওয়ান বাজার মেট্রোরেল পর্যন্ত বাড়ানোর চিন্তা চলছে। তবে সোনারগাঁও হোটেলের পাশে সার্ক ফোয়ারা মোড়ের যানজটের কারণে তা নিয়ে সংশয় দেখা গেছে। এ জন্য যাত্রীরা টিসিবি ভবনের সামনে থেকেই উদ্বোধনের পর বাসে উঠতে পারবেন।
এ বিষয়ে ধ্রুব আলম বলেন, ‘যেদিন র্যাপিড পাসের উদ্বোধন হবে, সেদিন থেকেই বাস এফডিসি পর্যন্ত চলাচল করবে। এফডিসি গেটের পাশের কাউন্টার বসানোর কাজ চলছে। মূলত মেট্রোরেল স্টেশন থেকে নেমে যাত্রীরা যেন সুবিধা পায়, সে জন্য এটা করা হচ্ছে। তবে আস্তে আস্তে কারওয়ান বাজার পর্যন্ত করা হবে।’
হাতিরঝিল চক্রাকার বাসের রুট বর্ধিত হয়ে কারওয়ান বাজারসংলগ্ন চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) পর্যন্ত চালানোর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে বাস ও ঝিলে চলাচলরত ওয়াটার ট্যাক্সিতে যুক্ত হতে যাচ্ছে র্যাপিড পাসের মাধ্যমে ই-টিকিটিং পদ্ধতি। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হবে এই সুবিধাগুলো। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে গতকাল সোমবার রাতে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিচালক ও ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম আজকের পত্রিকাকে জানান, তাঁরা এমন চিন্তাভাবনা করেছেন। আশা করছেন, চলতি মাসের মধ্যে বাস ও ওয়াটার ট্যাক্সিতে র্যাপিড পাস চালু করবেন।
ধ্রুব আলম জানান, চালুর দিন থেকেই বাসগুলো এফডিসি পর্যন্ত ঘুরে আবার হাতিরঝিলে প্রবেশ করবে। এর ফলে জনসাধারণ মেট্রোরেল থেকে নেমে কারওয়ান বাজার থেকে এসে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও ওয়াটার ট্যাক্সিতে একই কার্ড তথা র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা র্যাপিড পাস ব্যবহার করার জন্য বাসের চারটি কাউন্টার নির্ধারণ করেছি। অন্যদিকে ওয়াটার ট্যাক্সির জন্য দুটি ঘাটে র্যাপিড পাস পদ্ধতি চালু হবে।’
ডিটিসিএ সূত্রে জানা যায়, বাস ও ওয়াটার ট্যাক্সিতে র্যাপিড পাস প্রচলনের অনুমতি পেয়েছে ডিটিসিএ। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। যাঁরা এগুলো অপারেট করবেন, তাঁদের প্রতি শুক্র ও শনিবার প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ছুটির দিনেও প্রশিক্ষণ দেওয়া হবে।
ডিটিসিএ সূত্র আরও জানিয়েছে, শুরুতে সব মিলিয়ে ১০টি মেশিন চালু করা হবে। প্রাথমিকভাবে ওয়াটার বাসের দুটি জেটিতে বা ঘাটে মেশিন বসানো হবে। সেগুলো হলো—এফডিসি ঘাট ও পুলিশ প্লাজা ঘাট। আর বাকি গুদারাঘাট ও রামপুরায় আগামী আগস্টে বসানোর পরিকল্পনা আছে। অন্যদিকে বাসের দশটা কাউন্টারে এর মধ্যে ছয়টিতে মেশিন বসানোর কাজ শুরু করা হচ্ছে। এগুলো হলো—এফডিসি, পুলিশ প্লাজা, রামপুরা ও বাড্ডা কাউন্টার।
এ ছাড়া, ডিটিসিএ বলছে, তাদের আরও মেশিন আছে এবং সেগুলো পর্যায়ক্রমে বউবাজার ও কুনিপাড়া কাউন্টারে বসানো হবে। যাত্রীরা কাউন্টারে গন্তব্য বললে সে অনুযায়ী টিকিট বের হবে। অক্টোবরের মধ্যে ভ্যালিডেটর বাসের ভেতরে লাগানো হবে। তখন কার্ড দিয়ে পাঞ্চ করলেই হবে। ওয়াটার ট্যাক্সির ক্ষেত্রে এন্ট্রি ও এক্সিট পয়েন্টে মেশিন থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পয়েন্ট অব সেল বা পিওএস মেশিন অথবা ‘বাস ভ্যালিডেটরের’ মাধ্যমে ভাড়া আদায় করা হবে। পিওএস মেশিনে ভাড়া আদায় হলে এটি নির্দিষ্ট সময়ের পর তা মালিকের কাছে যাবে। এখানে র্যাপিড পাসের মাধ্যমে আদায়কৃত ভাড়ার সমন্বয় হবে ডিটিসিএর ক্লিয়ারিং হাউসে। এ ছাড়া, উদ্বোধনের দিন থেকে এক মাস সব জেটি ও বাস স্টপে প্রমোশনাল ক্যাম্পেইন চলবে র্যাপিড পাসের। যাত্রীসাধারণ সেখান থেকে র্যাপিড পাস কিনতে ও রিচার্জ করতে পারবেন।
বাসের রুট বর্ধিতকরণ নিয়ে ডিটিসিএ বলছে, হাতিরঝিলের চক্রাকার বাসের রুট পারমিট এফডিসি পর্যন্ত আগে থেকেই নেওয়া আছে। এটিকে কারওয়ান বাজার মেট্রোরেল পর্যন্ত বাড়ানোর চিন্তা চলছে। তবে সোনারগাঁও হোটেলের পাশে সার্ক ফোয়ারা মোড়ের যানজটের কারণে তা নিয়ে সংশয় দেখা গেছে। এ জন্য যাত্রীরা টিসিবি ভবনের সামনে থেকেই উদ্বোধনের পর বাসে উঠতে পারবেন।
এ বিষয়ে ধ্রুব আলম বলেন, ‘যেদিন র্যাপিড পাসের উদ্বোধন হবে, সেদিন থেকেই বাস এফডিসি পর্যন্ত চলাচল করবে। এফডিসি গেটের পাশের কাউন্টার বসানোর কাজ চলছে। মূলত মেট্রোরেল স্টেশন থেকে নেমে যাত্রীরা যেন সুবিধা পায়, সে জন্য এটা করা হচ্ছে। তবে আস্তে আস্তে কারওয়ান বাজার পর্যন্ত করা হবে।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
২ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৯ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৮ মিনিট আগে