অনলাইন ডেস্ক
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাসে কারা আগুন দিল, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশের দাবি, এজলাসে আগুন দেওয়ার বিষয়টি পরিকল্পিত হতে পারে।
প্রশ্ন উঠছে, আদালতের নিরাপত্তাব্যবস্থা কেন ব্যর্থ হলো এবং দুষ্কৃতকারীরা কীভাবে এজলাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাতে পারল?
বিশেষ আদালতের এজলাস পুড়ে যাওয়ার ঘটনায় বিচার প্রক্রিয়া স্থগিত হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) বোরহান উদ্দিন আজ জানিয়েছেন, এই আদালত এখন সংস্কার না করলে বিচার কার্যক্রম সম্ভব নয়। আদালত বিকেলে মামলার পরবর্তী তারিখ ঘোষণা করবেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ায় শুনানি স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার রাতে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, দিবাগত রাত ৩টা ১০ মিনিটে তারা আগুনের খবর পায়। ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেওয়া হয়। আজ সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস আবার গিয়ে দেখে এজলাস পুড়ে গেছে।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, আগুন লাগার কোনো তথ্য পুলিশের কাছে নেই।
আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাঁদের প্রতিষ্ঠানের মাঠে আদালত বসানোর প্রতিবাদ জানিয়ে আসছেন। গতকাল রাত ১টার দিকে তাঁরা সড়ক অবরোধ করেন। ১০ ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান।
উল্লেখ্য, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক মামলা হয়। হত্যাকাণ্ডের মামলায় রায় হয়ে গেলেও বিস্ফোরক মামলার বিচার এখনো চলমান।
আরও পড়ুন—
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাসে কারা আগুন দিল, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশের দাবি, এজলাসে আগুন দেওয়ার বিষয়টি পরিকল্পিত হতে পারে।
প্রশ্ন উঠছে, আদালতের নিরাপত্তাব্যবস্থা কেন ব্যর্থ হলো এবং দুষ্কৃতকারীরা কীভাবে এজলাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাতে পারল?
বিশেষ আদালতের এজলাস পুড়ে যাওয়ার ঘটনায় বিচার প্রক্রিয়া স্থগিত হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) বোরহান উদ্দিন আজ জানিয়েছেন, এই আদালত এখন সংস্কার না করলে বিচার কার্যক্রম সম্ভব নয়। আদালত বিকেলে মামলার পরবর্তী তারিখ ঘোষণা করবেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ায় শুনানি স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার রাতে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, দিবাগত রাত ৩টা ১০ মিনিটে তারা আগুনের খবর পায়। ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেওয়া হয়। আজ সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস আবার গিয়ে দেখে এজলাস পুড়ে গেছে।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, আগুন লাগার কোনো তথ্য পুলিশের কাছে নেই।
আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাঁদের প্রতিষ্ঠানের মাঠে আদালত বসানোর প্রতিবাদ জানিয়ে আসছেন। গতকাল রাত ১টার দিকে তাঁরা সড়ক অবরোধ করেন। ১০ ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান।
উল্লেখ্য, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক মামলা হয়। হত্যাকাণ্ডের মামলায় রায় হয়ে গেলেও বিস্ফোরক মামলার বিচার এখনো চলমান।
আরও পড়ুন—
চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
১৬ মিনিট আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক–সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝড়ছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াই কাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন কৃষকের
১৭ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)। আজ শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত।
৩৯ মিনিট আগে