Ajker Patrika

মানিকগঞ্জে চলতি বন্যায় মৎস্য খাতে ক্ষতি ২ কোটি ১৭ লাখ টাকা

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩: ০০
মানিকগঞ্জে চলতি বন্যায় মৎস্য খাতে ক্ষতি ২ কোটি ১৭ লাখ টাকা

মানিকগঞ্জের সাতটি উপজেলায় চলতি বছরের বন্যায় মৎস্য খাতে ২ কোটি ১৭ লাখ ৩৯ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মৎস্য অধিদপ্তর। মৎস্য খাতের এই ক্ষতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নতুন চাষিরা। এতে আর্থিক লোকসান গুনতে হবে বলে মৎস্য অধিদপ্তরের কার্যালয় ও মৎস্য চাষিরা জানিয়েছেন। 

মানিকগঞ্জ জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়নে ২১ লাখ ২০ হাজার টাকা, শিবালয় উপজেলার চারটি ইউনিয়নে ৩০ লাখ ৪০ হাজার টাকা, সিঙ্গাইর উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪০ লাখ ২৮ হাজার টাকা, ঘিওর উপজেলার চারটি ইউনিয়নে ২০ লাখ ২০ হাজার টাকা, হরিরামপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৮ লাখ ২২ হাজার টাকা, দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়নে ৩২ লাখ ৮৫ হাজার টাকা ও সাটুরিয়া উপজেলার তিনটি ইউনিয়নে ২৪ লাখ ২৪ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ১ কোটি ৯০ লাখ টাকার মাছ, ২ লাখ ২৪ হাজার টাকার পোনা, ২৫ লাখ ১৫ হাজার টাকার পুকুর, ঘের, স্লুইচগেটসহ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। 

মানিকগঞ্জ পৌরসভার জয়রা এলাকার মৎস্য চাষি সুমন মিয়া বলেন, `আমি দীর্ঘদিন ধরে মাছের চাষ করি। আমার পুকুরে পোনা ও বড় মাছসহ বেশ কিছু মাছ ছিল। চলতি বন্যার পানিতে সব ভেসে গেছে। এতে আমার ৫ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।' 

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নারাঙ্গাই এলাকার আতোয়ার আলী নামের আরেক মৎস্য চাষি বলেন, `আমার পুকুরে যে রেণুপোনা ও মাছ ছাড়া হয়েছিল, বন্যার পানি বাড়ায় তা বের হয়ে গেছে। রুই, কাতল, মৃগেল, সরপুঁটি, বাটা মাছের পোনাগুলো মাত্রই বিক্রির উপযোগী হয়েছিল, তবে তা আর বিক্রি করার সুযোগ পেলাম না। বন্যায় আমার ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।' 

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার মৎস্য চাষি রকিবুল ইসলাম বাবু বলেন, `আমি ১৮টি পুকুরে মাছের চাষ করি। রেণুপোনা থেকে শুরু করে সব ধরনের মাছ চাষ করে থাকি। তবে এবার বন্যায় কয়েকটি পুকুরের পোনা ও বড় মাছগুলো ভেসে গেছে। এ ছাড়া বেশ কয়েকটি পুকুরের অবকাঠামোগত ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আমার ১৫ লাখ টাকা বেশি আর্থিক ক্ষতি হয়েছে।'

মানিকগঞ্জ জেলা মৎস্য অফিসার মো. সাইফুর রহমান বলেন, মানিকগঞ্জ জেলার ২৮টি ইউনিয়নে বন্যার পানিতে প্রায় ৩৮ হেক্টর পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করলে তা পর্যায়ক্রমে চাষিদের দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত