Ajker Patrika

আরেক মামলায় ইভ্যালির রাসেল-শামীমার তিন বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৪: ০৭
ফাইল ছবি
ফাইল ছবি

গ্রাহকের সঙ্গে প্রতারণার আরেক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় দেন।

দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি মাসে মুজাহিদ হাসান ফাহিম বাদী হয়ে রাসেল ও শামীমার বিরুদ্ধে আদালতে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে। এতে আকৃষ্ট হয়ে বাদী ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল কেনার জন্য মূল্য পরিশোধ করেন। শর্ত ছিল, ইভ্যালি কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করবে। তবে সরবরাহ করতে ব্যর্থ হয় তাঁরা বাদী ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন।

৫ লাখ টাকার চেক দিলেও ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন ইভ্যালি কর্তৃপক্ষ। তাদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তী সময়ে বাদী টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন। তারা কোনো টাকা তাঁকে ফেরত দেননি। এরপর উকিল নোটিশ পাঠিয়েও টাকা ফেরত পাননি বাদী। পরে বাদী মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন।

উল্লেখ্য, একাধিক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও শামীমাকে কারাদণ্ড দিয়েছেন দেশের বিভিন্ন আদালত।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত