আজকের পত্রিকা ডেস্ক
মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পরে তাঁরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা প্রথমে শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে বেলা দেড়টার দিকে ইস্কাটন রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে বের হন। এর আগে, নির্ধারিত সময়ে কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা শাহবাগে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও দেশটিতে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের প্রতিনিধি আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘টাকা দিয়েও আমরা মালয়েশিয়ায় যেতে পারছি না। আমাদের পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি। আমরা চাই, সরকার যেন আমাদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠায়। এ জন্য যতক্ষণ আমাদের দাবি মেনে নেওয়া না হবে, আমরা ততক্ষণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।’
যশোর থেকে আসা নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘দুই বছর হলো টাকা জমা দিয়েছি। অথচ আমাদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে না। আমরা মালয়েশিয়ায় যেতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাই।’
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা মোহন আলী বলেন, ‘দেড় বছর হলো রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়েছি। এরপরও আমাদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে না। এ জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।’
মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পরে তাঁরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা প্রথমে শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে বেলা দেড়টার দিকে ইস্কাটন রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে বের হন। এর আগে, নির্ধারিত সময়ে কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা শাহবাগে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও দেশটিতে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের প্রতিনিধি আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘টাকা দিয়েও আমরা মালয়েশিয়ায় যেতে পারছি না। আমাদের পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি। আমরা চাই, সরকার যেন আমাদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠায়। এ জন্য যতক্ষণ আমাদের দাবি মেনে নেওয়া না হবে, আমরা ততক্ষণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।’
যশোর থেকে আসা নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘দুই বছর হলো টাকা জমা দিয়েছি। অথচ আমাদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে না। আমরা মালয়েশিয়ায় যেতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাই।’
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা মোহন আলী বলেন, ‘দেড় বছর হলো রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়েছি। এরপরও আমাদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে না। এ জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।’
ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে তিনজন সাপুড়ে বসে ছিলেন খেলা দেখাতে। কাঠের বাক্স থেকে বের হচ্ছিল গোখরো, কেউটে, চন্দ্রবোড়া, দাঁড়াশ আর অজগর। চারপাশে ভিড় জমলেও দৃশ্যটা যেন একসময়ের তুলনায় ম্লান। এখন আর আগের মতো দর্শকের ভিড় নেই, গাছগাছালির ওষুধেরও কদর নেই।
২৩ মিনিট আগেবাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল, রোগ পরীক্ষার যন্ত্রপাতি সংকটসহ নানা সমস্যায় ধুঁকছে। এর সঙ্গে রয়েছে দালালদের দৌরাত্ম্য। একসময় স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ ১০-এ থাকা হাসপাতালটি বর্তমানে ৯৩ নম্বরে নেমে গেছে।
২৩ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে গবাদিপশুর তড়কা রোগ (অ্যানথ্রাক্স) প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু এ ভ্যাকসিনকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগ উঠেছে। বিভিন্ন কৌশল ও হয়রানির ভয়ভীতি দেখিয়ে ৮০ পয়সার ভ্যাকসিনের জন্য গবাদিপশুর মালিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে ২০-৩০ টাকা।
৩৩ মিনিট আগেভাষাসৈনিক আহমদ রফিক স্মরণে ‘নাগরিক শোকসভা’ করবে জাতীয় কবিতা পরিষদ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিনয়ের সঙ্গে জানাচ্ছি, গত ২ তারিখ রাত ৮.৪৬ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে জানানো হয়...
৪ ঘণ্টা আগে