অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পরে তাঁরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা প্রথমে শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে বেলা দেড়টার দিকে ইস্কাটন রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে বের হন। এর আগে, নির্ধারিত সময়ে কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা শাহবাগে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও দেশটিতে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের প্রতিনিধি আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘টাকা দিয়েও আমরা মালয়েশিয়ায় যেতে পারছি না। আমাদের পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি। আমরা চাই, সরকার যেন আমাদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠায়। এ জন্য যতক্ষণ আমাদের দাবি মেনে নেওয়া না হবে, আমরা ততক্ষণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।’
যশোর থেকে আসা নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘দুই বছর হলো টাকা জমা দিয়েছি। অথচ আমাদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে না। আমরা মালয়েশিয়ায় যেতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাই।’
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা মোহন আলী বলেন, ‘দেড় বছর হলো রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়েছি। এরপরও আমাদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে না। এ জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।’
মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পরে তাঁরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা প্রথমে শাহবাগ মোড় অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে বেলা দেড়টার দিকে ইস্কাটন রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে বের হন। এর আগে, নির্ধারিত সময়ে কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা শাহবাগে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও দেশটিতে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের প্রতিনিধি আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘টাকা দিয়েও আমরা মালয়েশিয়ায় যেতে পারছি না। আমাদের পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি। আমরা চাই, সরকার যেন আমাদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠায়। এ জন্য যতক্ষণ আমাদের দাবি মেনে নেওয়া না হবে, আমরা ততক্ষণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।’
যশোর থেকে আসা নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘দুই বছর হলো টাকা জমা দিয়েছি। অথচ আমাদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে না। আমরা মালয়েশিয়ায় যেতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাই।’
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা মোহন আলী বলেন, ‘দেড় বছর হলো রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়েছি। এরপরও আমাদের মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে না। এ জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১২ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১৯ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩৩ মিনিট আগে