নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনলাইনে ও কম্পিউটারের মাধ্যমে গত চার দিন ধরে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ট্রেনের যাত্রীদের টিকিট কাটার জন্য স্টেশনের কাউন্টারগুলোই এখন একমাত্র ভরসার জায়গা। কিন্তু কাউন্টারে টিকিট কাটতে গিয়ে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে গত কয়েক দিনের মতোই কমলাপুর রেলস্টেশনের টিকিট প্রত্যাশীরা যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলেও মানুষজন অপেক্ষা করে ভোর থেকেই। ম্যানুয়ালি টিকিট দেওয়ার কারণে টিকিট দিতে যেমন সময় লাগছে ফলে যাত্রীদেরও বেশি সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। তাতেই যাত্রীদের ভোগান্তি হচ্ছে।
কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট কাটতে আসা আসাদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, কাউন্টারে টিকিট দেওয়ার রেলের কোন প্রস্তুতি ছিল না। যার ফলে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। যাত্রীরা লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়ি করছে কোন শৃঙ্খলা নেই। রেলের কোন লোক এসব দেখভাল করছে না। টিকিট নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থাকার পরে কাউন্টারে গেলে বলে টিকিট শেষ হয়ে গেছে। তাহলে এত টিকিট যাচ্ছে কোথায়। আরও বেশি কাউন্টার বাড়িয়ে মানুষ যেন দ্রুত টিকিট পায় সে ব্যবস্থা করা উচিত ছিল রেলের।
এদিকে টিকিট কাটতে আসা অনেক যাত্রী অভিযোগ করেছেন, লাইনের বাইরেও কাউন্টারের ভেতর থেকেই টিকিট নিয়ে যাচ্ছেন রেলের লোকজন। যাত্রীরা অভিযোগ করেছেন টিকিট কালোবাজারি হচ্ছে। যার কারণে সাধারণ মানুষ টিকিট পাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই। যেহেতু অনলাইনে টিকিট বন্ধ ফলে যারা কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আছে তাঁরাই কেবল টিকিট পাবে অন্য কেউ টিকিট নেওয়ার সুযোগ নেই। সার্ভিস প্রোভাইডার বদলের কারণে যাত্রীদের টিকিট পেতে কিছুটা ভোগান্তি হচ্ছে। আগামী ২৬ তারিখ থেকে ভোগান্তি কেটে যাবে।’
নতুন সেবাদাতা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের সুবিধার্থে গত ২১ থেকে ২৫ মার্চ—পাঁচ দিন অনলাইনে টিকিট বিক্রি বন্ধ আছে বলে জানা গেছে। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে স্টেশনের কাউন্টার থেকে শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। আগামী ২৬ মার্চ থেকে ট্রেনের টিকিট ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করবে সহজ লিমিটেড। তবে তারা ২৬ তারিখ থেকে রেল সেবা অ্যাপ টিকিট প্রদান করবে না শুধুমাত্র ওয়েবসাইটে টিকিট দেবে।
অনলাইনে ও কম্পিউটারের মাধ্যমে গত চার দিন ধরে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ট্রেনের যাত্রীদের টিকিট কাটার জন্য স্টেশনের কাউন্টারগুলোই এখন একমাত্র ভরসার জায়গা। কিন্তু কাউন্টারে টিকিট কাটতে গিয়ে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে গত কয়েক দিনের মতোই কমলাপুর রেলস্টেশনের টিকিট প্রত্যাশীরা যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলেও মানুষজন অপেক্ষা করে ভোর থেকেই। ম্যানুয়ালি টিকিট দেওয়ার কারণে টিকিট দিতে যেমন সময় লাগছে ফলে যাত্রীদেরও বেশি সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। তাতেই যাত্রীদের ভোগান্তি হচ্ছে।
কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট কাটতে আসা আসাদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, কাউন্টারে টিকিট দেওয়ার রেলের কোন প্রস্তুতি ছিল না। যার ফলে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। যাত্রীরা লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়ি করছে কোন শৃঙ্খলা নেই। রেলের কোন লোক এসব দেখভাল করছে না। টিকিট নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থাকার পরে কাউন্টারে গেলে বলে টিকিট শেষ হয়ে গেছে। তাহলে এত টিকিট যাচ্ছে কোথায়। আরও বেশি কাউন্টার বাড়িয়ে মানুষ যেন দ্রুত টিকিট পায় সে ব্যবস্থা করা উচিত ছিল রেলের।
এদিকে টিকিট কাটতে আসা অনেক যাত্রী অভিযোগ করেছেন, লাইনের বাইরেও কাউন্টারের ভেতর থেকেই টিকিট নিয়ে যাচ্ছেন রেলের লোকজন। যাত্রীরা অভিযোগ করেছেন টিকিট কালোবাজারি হচ্ছে। যার কারণে সাধারণ মানুষ টিকিট পাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই। যেহেতু অনলাইনে টিকিট বন্ধ ফলে যারা কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আছে তাঁরাই কেবল টিকিট পাবে অন্য কেউ টিকিট নেওয়ার সুযোগ নেই। সার্ভিস প্রোভাইডার বদলের কারণে যাত্রীদের টিকিট পেতে কিছুটা ভোগান্তি হচ্ছে। আগামী ২৬ তারিখ থেকে ভোগান্তি কেটে যাবে।’
নতুন সেবাদাতা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের সুবিধার্থে গত ২১ থেকে ২৫ মার্চ—পাঁচ দিন অনলাইনে টিকিট বিক্রি বন্ধ আছে বলে জানা গেছে। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে স্টেশনের কাউন্টার থেকে শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। আগামী ২৬ মার্চ থেকে ট্রেনের টিকিট ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করবে সহজ লিমিটেড। তবে তারা ২৬ তারিখ থেকে রেল সেবা অ্যাপ টিকিট প্রদান করবে না শুধুমাত্র ওয়েবসাইটে টিকিট দেবে।
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেজানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি...
১৩ মিনিট আগেরাজশাহীর বাঘায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে (বানু) (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
৪০ মিনিট আগে