Ajker Patrika

ঢামেকে চিকিৎসা নেন সংঘর্ষে আহত ১৩০ জন, ভর্তি ৩৩

ঢামেক প্রতিনিধি
ঢামেকে চিকিৎসা নেন সংঘর্ষে আহত ১৩০ জন, ভর্তি ৩৩

রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের গুলি ও মারধরে সাংবাদিক, বিএনপি নেতা কর্মীসহ আহত অন্তত ১৩০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে। 

আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিচ্ছিন্নভাবে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

আহতদের মধ্যে ছিলেন কালবেলা পত্রিকার সাংবাদিক মো. রাফসান জানি, ইনকিলাবের চিত্রগ্রাহক মো. মাসুম, পুলিশের মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের এএসআই সামাদ (৩৫), পুলিশের নায়েক আ. রাজ্জাক (৪০), পরিবহন শাখার কনস্টেবল শাহিন (৩৩), পিওএম এর কনস্টেবল আসাদুজ্জামান (২৬), এসআই কাইয়ুম ও কনস্টেবল আলী। 

এ ছাড়া বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরাও এই হাসপাতালে চিকিৎসা নেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার নাজমুল হক বলেছেন, ‘আহত ১৩০ জন এখানে চিকিৎসা নিতে আসে। এরমধ্যে ৩৩ জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা অন্য জায়গায় চলে গেছেন।’ 

পরিচালক বলেন, ‘আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া ছিল। একজন পুলিশ ক্রিটিকাল অবস্থায় আছে। তার মাথায় আঘাত রয়েছে। তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত